বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১০

পি এইচ পি এর ধারাবাহিক টিউটোরিয়াল:পর্ব-৩(ভ্যারিয়্যাবল)

Variables:

Variables হচ্ছে একটা পাত্রের মত(Container)যেখানে আমরা অনেক তথ্য রাখতে পারি।যেমন একটা টেক্সক্ট String “Hello Bangladesh” অথবা একটা integer value 100. কোন একটা Variable এ একবার তথ্য রেখে (কোন Variable এ কিছু রাখা এটাকে বলে Variable declare বা ঘোষনা)সেটা পুরো কোডজুরে বারবার ব্যাবহার করতে পারেন,মুল তথ্য(value)টি বারবার রেখার পরিবর্তে।PHP তে Variable “$” এই চিহ্নটি দিয়ে অবশ্যই শুরু করতে হবে নাহলে কাজ করবেনা।

*Variable নাম case sensitive.যেমন $a_number and $A_number দুটি আলাদা Variable PHP এর দৃষ্টিতে।

*নিম্নোক্ত ভাবে PHP তে Variable লেখা হয়

$variable_name = Value;

উপরে আলোচিতগুলোতে যদি কোন তথ্য রাখতে চাই তাহলে-


$hello = "Hello World!";

$a_number = 4;

$A_Number = 8;

?>

*PHP একটা “Loosely Typed” ল্যাংগুয়েজ তাই Variable declare করার সময় Variable এর টাইপ(ধরন) উল্লেখ না করলেও PHP নিজে থেকে Variable কে সঠিক ডেটা টাইপে রুপান্তর করে নেবে।

Variable নামকরন পদ্ধতি:

১.অবশ্যই কোন letter or “_”(under score) দিয়ে শুরু করতে হবে।

২. নামের মধ্যে alpha-numeric characters ও underscores. a-z, A-Z, 0-9, or _ . থাকতে পারে।

৩. Variable নামে স্পেস থাকা যাবেনা।যদি নাম একের অধিক হয় তাহলে “___”underscore ($my_string) অথবা বড় হাতের অক্ষরে($myString)লিখতে হবে।

PHP echo:

আগেই বলেছি ব্রাউজারে টেক্সট আউটপুট আনার জন্য PHP তে echo কমান্ডটি ব্যাবহৃত হয়।কোনো ভ্যারিয়্যাবলের আউটপুট যদি ব্রাউজারে দেখতে চাই তাহলে দেখুন নিচে কিভাবে লেখা হয়েছে।

myfirst - NetBeans IDE 6.7.1এভাবে নেটবিনস এ লিখে সেভ করে রান করান।নিচের মত আউটপুট পাবেন

mm পি এইচ পি এর ধারাবাহিক টিউটোরিয়াল:পর্ব ৩(ভ্যারিয়্যাবল) | Techtunes

এভাবে আরও প্রাকটিস করুন।যেমন-

22 পি এইচ পি এর ধারাবাহিক টিউটোরিয়াল:পর্ব ৩(ভ্যারিয়্যাবল) | Techtunes

চলবে…….

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন