মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১০

Dofollow এনাবেল ৫০টি ওয়েব ফোরামের লিংক (সাথে একটা বোনাস নিউজ)

টিউন করেছেন : আরিফ নিজামী | প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি, ২০১০ | 287 বার দেখা হয়েছে |

ব্লগিং জগতে ওয়েব ফোরাম ব্যাকলিংক পাবার জন্য খুবই গুরুত্বপূর্ণ । ফোরামগুলো থেকে প্রচুর ট্রাফিক পাওয়া যায় । তাছাড়া ফোরামে যদি Dofollow করা থাকে তাহলেতো সোনায় সোহাগা । কারন তাহলে পেজ রেন্কও অনেক ভাল হবে । আমি নিজেই যখন ব্লগিং-এ আসি তখন সবাই বলত ফোরামে সিগনেচার লিংক ইত্যাদি ইত্যাদি করতে । কিন্তু দূঃখের বিষয় ভাল ফোরাম খুজেও পেতাম না । তাই আজ শেয়ার করব Dofollow এনাবেল ১০০টি ওয়েব ফোরামের লিংক । এই সিংহভাগের পেজ রেন্কই ভাল । টিউনটি সবার কাজে না আসলেও নতুন ব্লগারদের কিছুটা হলেও কাজে দিবে ।

1. 9MB
2. Adobe Forums
3. Affiliate-Marketing
4. AffiliateSeeking
5. AfterDawn
6. AllCoolForum
7. AMD Forums
8. Aqua-Soft
9. BBpress
10. BloggerForum
11. Bloggeries
12. BloggerTalk
13. BlogTrafficSchool
14. Bungie
15. CapitalTheory
16. CellPhoneForums
17. CellPhoneHacks
18. CheckThisUp
19. CNET Forum
20. DaniWeb
21. DecentDiscussions
22. DelphiForums
23. DevHunters
24. DigitalPoint
25. DirectoryJunction
26. DN Forum
27. DreamTeamMoney
28. ElanceTalk
29. evrsoft Forum
30. eWealth
31. Feedburner Forum
32. FeedForAll
33. Flickr Forum
34. FreeHostForum
35. Garena
36. Gamespot Forums
37. GeekPoint
38. GeekVillage
39. GoogleCommunity
40. HTMLforums
41. iHelpYou
42. Im4newbies
43. >Intel Forums
44. InternetMarketingForums
45. IQ69
46. Joomla
47. MetaCafe
48. Microsoft Forums
49. Movie-List
50. MyGameBuilder

* লিংক ১০০টি দিতে চেয়েছিলাম কিন্তু অতিরিক্ত লিংকের কারনে লেখা প্রকাশ হচ্ছিল না তাই কমিয়ে ৫০টি করলাম ।

Download করুন নতুন নতুন সব ANTIVIRUS Totally Free.

টিউন করেছেন : masud3g | প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি, ২০১০ | 717 বার দেখা হয়েছে |

Download করুন নতুন নতুন সব ANTIVIRUS Totally Free. আপনি এখানে পাবেন Top 10 Antivirus With key file. সুতরাং আর দেরি না করে চটপট Download করে ফেলি পছনেদর Antivirus টি।

1. BitDefender
2. Kaspersky
3. Nod32
4. AVG
5. Macfee
6. Norton
7. Avast
8. F-Secure
9. Webroot
10. Tdend Micro

http://www.10-antivirus.co.cc/

techtunes এর সবাই কে Thanks. কোন ভুল হলে মাপ করবেন। আমি Bangla লিখতে ভাল পারি না।

আপনার Youtube এর ভিডিও বাফার হতে বেশী সময় নেয়? কিভাবে সমস্যার সমাধান করবেন বুঝতে পারছেন না? সমাধান এখানে

টিউন করেছেন : মোহাম্মদ রকিবুল হায়দার | প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি, ২০১০ | 641 বার দেখা হয়েছে |

আমরা প্রায় সবাই Youtube এর ভিডিও দেখতে পছন্দ করি। কিন্তু আমাদের অনেকেরই ভালো ইন্টারনেট কানেকশন নেই এবং সেই কারণেই Youtube এ ভিডিও বাফার হতে অনেক বেশী সময় নেয় যা চরম বিরক্তিকর। তাই আজকে আপনারদের এই বিরক্তিকর অবস্থা কিছুটা লাঘব করার জন্য আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় দেব যেটা আপনার Youtube এর ভিডিওকে কিছুটা দ্রুত বাফার করতে সাহায্য করবে। সফটওয়্যারটির নাম হল SpeedBit Video Accelerator ।

youtube video accelerator আপনার Youtube এর ভিডিও বাফার হতে বেশী সময় নেয়? কিভাবে সমস্যার সমাধান করবেন বুঝতে পারছেন না? সমাধান এখানে | Techtunes

এই সফটওয়্যারটি youtube এর ভিডিওকে করবে আরো দ্রুত। এছাড়া এটা আপনাকে ভিডিও সার্চ করার সুবিধাও প্রদান করবে। তো আর দেরি কেন? এখনই এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন।

সাইটের পেজরেঙ্ক এবং এর গুরুত্ব

টিউন করেছেন : হাবিবুর ফিরোজ | প্রকাশিত হয়েছে : ২৪ জুন, ২০০৯ | 530 বার দেখা হয়েছে |

পুরাতনদের কাছে পেজরেঙ্ক পরিচিত। কিন্তু যারা নতুন তাদের এ বিষয়ে তেমন জ্ঞান নেই। তাই সবাই যাতে বুঝত পারে সেভাবেই লিখলাম।
পেজরেঙ্ক কি?

সহজ ভাবে পেজরেঙ্ক বলতে আপনার সাইট কতটা গুরুত্বপুর্ন সেটায় বোঝায়
কিভাবে নির্নয় করা হয়:

পেজরেঙ্ক প্রতি ৩ মাস পরপর গুগল র্কতৃক সয়ংকৃয় ভাবে আপডেট করা হয়। যে বিষয়ের আপডেট করা হয় তা হল ব্যাক লিংক। অর্থাৎ আপনার সাইট গুরুত্বপুর্ন হলেই অন্য সাইট লিংক করবে।যে সব সাইটের ব্যাকলিংক বেশি হয় সাধারনত তাদের পেজরেঙ্কও বেশি
ব্যাক লিংক কি?

আপনার সাইটরে লিংক অন্য সাইটে কত গুলো আছে এটাকে আমরা বলবো ব্যাকলিংক।
ব্যাকলিংক কিভাবে নির্নয় করবেন?

নিচের সাইট থেকে আপনি আপনার সাইটের ব্যাকলিংক এর মোট সংখ্যা বরে করতে পারবেন।
http://www.backlinkwatch.com/
পেজরেঙ্ক কিভাবে নির্নয় করবেন?

আপনার সাইটের পেজরেঙ্ক বের করার জন্য এই সাইটগুলোতে ভিজিট করুন।
http://www.prchecker.info/check_page_rank.php
http://www.iwebtool.com/pagerank_checker
পেজরেঙ্ক বৃদ্ধির উপায়:

* ০১. আপনার সাইটের ব্যাকলিংক বৃদ্ধি করুন।
* ০২. আপনার সাইটের সাবডোমেইন বাড়ান। সর্বাধিক সাবডোমেইন যুক্ত সাইটের পেজরেঙ্ক বেশি হয়ে থাকে।
* ০৩. প্রতিদিন আপনার সাইটে একটি করে নতুন পেজ যুক্ত করুন।
* ০৪. যে সমস্ত সাইটের পেজরেঙ্ক বেশি সেগুলোতে আপনার লিংক দিন। যেমন-blogspot.com
* ০৫. একই টাইটেল একাধিক পেজ এ ব্যবহার করবেন না।

কঠিন বিষয়: ব্যাকলিংক কিভাবে বাড়াবেন?

* ০১. বিভিন্ন ওয়েব ডিরেক্টরিতে আপনার সাইট সাবমিট করুন।
* ০২. বিভিন্ন ব্লগে আপনার সাইটের লিংক দিয়ে কমেন্ট করুন।
* ০৩. বন্ধুদের অনুরোধ করতে পারেন, তাদের সাইটে আপনার লিংক দেওয়ার জন্য।
* ০৪. ফ্রি হোস্টিং দাতাদের কাছ থেকে একাধিক ফ্রি সাইট খুলে সেখানে আপনার লিংক দিয়ে দিন।

পেজরেঙ্ক এর গুরুত্ব:

* ০১. পেজরেঙ্ক কম হলে আপনি সার্চ রেজাল্টে শর্ষ ১০ এ থাকতে নাও পারেন।
* ০২. র্পযাপ্ত ভিজিটর নাও পেতে পারেন।

বাংলা লিখুন, বাংলা লেখা খুব সহজ

টিউন করেছেন : হারুন | প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি, ২০১০ | 406 বার দেখা হয়েছে |

আজ আমি টিউন করবো কিভাবে সহজে ইউনিকোড বাংলা লেখা ও ব্যবহার করা যায়। আমরা সাধারনত বিভিন্ন ওয়েবসাইটে যেমন ফেসবুকে বাংলা লিখতে চাইলে ইউনিকোড বিজয় বা অভ্র কিবোর্ড ব্যবহার করি। যারা বাসায়, অফিসে ইন্টারনেট ব্যবহার করেন তারা এই সফটওয়্যারগুলি দিয়া বাংলা লিখতে পারেন কিন্তু যখন হাতের কাছে এগুলি না থাকে বা যারা সাইবার ক্যাফে গিয়ে প্রয়োজনীয় কাজ সারেন তারা বাংলা লিখবেন কেমন করে? যদি অনলাইনে বসেই কোন সফটওয়্যারের সাহায্য ছাড়াই আপনি ইউনিকোড বাংলা লিখতে পারেন কেমন হয়? আমি সেরকম একটা সাইটটের এড্রেস দিচ্ছি যেখানে আপনি সহজেই বাংলা লিখতে পারবেন এবং লেখার পর আপনি কপি করে কাঙ্খিত স্থানে পেষ্ট করুন। তাহলে এখনি শুরু করুন … এখানে ক্লিক করুন

এখানে ফনেটিক বাংলা লেখা হয়। এটা খুব সহজ, তবে প্রথমে একটু সমস্যা হলেও আপনি নিজেই শিখে ফেলতে পারবেন। ওয়েব পেজটি Google Transliteration কোড ব্যবহার করে বানানো হয়েছে। Google Transliteration System সম্পর্কে আপনিএই টিউনটি পড়তে পারেন “অভ্র কিবোর্ড” – এর বিকল্প “গুগল” । তবে টিউনটি থেকে গুগল সম্পর্কিত উদারন গুলো মনে রাখবেন। আশা করি বাংলা লেখার এই ওয়েবসাইটটি আপনাদের ভালো লাগবে।

এখন খুব সহজেই আপনি পেতে পারেন কাঙ্খিত মুভি, গান, সফটয়্যারের ডাউনলোড লিঙ্ক !!!

টিউন করেছেন : নাবিল.আমিন | প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি, ২০১০ | 397 বার দেখা হয়েছে |

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের প্রতিনিয়ত কোন না কোন গান, মুভি, গেইমস্, সফটয়্যার ইত্যাদির লিঙ্ক খুজতে হয় ডাউনলোড করার জন্য। কিন্তু সে সব কি খুব সহজে পাওয়া যায়। মাঝে মাঝে অনেক মেজাজ খারাপ হয় যখন তা পাওয়া না যায় :( আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে দেখা আপনার মনের মত লিঙ্ক পাচ্ছেন না। আর যদি এমন হয়… মনে করুন আপনি কোন মুভি ডাউনলোড করবেন তখন সার্চ দিলে শুধু সেই মুভিরই ডাউনলোড লিঙ্ক আসবে এমনকি রেপিডশেয়ার, মিডিয়াফায়ারম, মেগালোড, হটফাইল ইত্যাদি ফাইল হোস্টিং সাইটের ডাউনলোড লিঙ্ক হয় তবে কেমন হয় :) এমন একটি সাইট আছে যেখানে আপনি এই কাজটি সহজে করতে পারবেন… সাইটি হলো ফাইলস্ টিউব ( FilesTube.com )

FilesTube logo এখন খুব সহজেই আপনি পেতে পারেন কাঙ্খিত মুভি, গান, সফটয়্যারের ডাউনলোড লিঙ্ক !!! | Techtunes

এই সাইটে আপনি জনপ্রিয় ফাইল হোস্টিং সাইট গুলো থেকে ডাউনলোড লিঙ্ক পাবেন। সাধারনত ফাইল হোস্টিং সাইট গুলো সার্চ অপশন দেয় না। আপনি চাইলে এই সাইট থেকেও ফাইল হোস্টিং সাইট গুলোর লিঙ্ক খুজতে পারেন। আপনি যদি রেপিডশেয়ারের ডাউনলোড লিঙ্ক খুজতে চান তবে আপনাকে সার্চ অপশনে যা খুজতে চান তা লিখে সার্চ দেয়ার পর দেখবেন তার বাম পাশে ফাইল রেপিড শেয়ার সহ আরো নানা রকম সাইট আছে… তবে সব সাইটে সার্চ করা ভালো। এছাড়া আপনি কি ধরনের ফাইল সার্চ করবেন সে সুবিধাও আছে সার্চ বারের সাথে দেখবেন All / AVI, MP3, MPEG, RAR আরো অপশন আছে।

FileTube যে সাইট গুলো থেকে লিঙ্ক সংগ্রহ করা হয় :-

hosting icon 1 এখন খুব সহজেই আপনি পেতে পারেন কাঙ্খিত মুভি, গান, সফটয়্যারের ডাউনলোড লিঙ্ক !!! | Techtunes Rapidshare

hosting icon 3 এখন খুব সহজেই আপনি পেতে পারেন কাঙ্খিত মুভি, গান, সফটয়্যারের ডাউনলোড লিঙ্ক !!! | Techtunes Megaupload

hosting icon 27 এখন খুব সহজেই আপনি পেতে পারেন কাঙ্খিত মুভি, গান, সফটয়্যারের ডাউনলোড লিঙ্ক !!! | Techtunes Hotfile

hosting icon 15 এখন খুব সহজেই আপনি পেতে পারেন কাঙ্খিত মুভি, গান, সফটয়্যারের ডাউনলোড লিঙ্ক !!! | Techtunes Mediafire

hosting icon 12 এখন খুব সহজেই আপনি পেতে পারেন কাঙ্খিত মুভি, গান, সফটয়্যারের ডাউনলোড লিঙ্ক !!! | Techtunes Depositfiles

hosting icon 22 এখন খুব সহজেই আপনি পেতে পারেন কাঙ্খিত মুভি, গান, সফটয়্যারের ডাউনলোড লিঙ্ক !!! | Techtunes Netload

hosting icon 8 এখন খুব সহজেই আপনি পেতে পারেন কাঙ্খিত মুভি, গান, সফটয়্যারের ডাউনলোড লিঙ্ক !!! | Techtunes Easy-share

hosting icon 13 এখন খুব সহজেই আপনি পেতে পারেন কাঙ্খিত মুভি, গান, সফটয়্যারের ডাউনলোড লিঙ্ক !!! | Techtunes Filefactory

hosting icon 4 এখন খুব সহজেই আপনি পেতে পারেন কাঙ্খিত মুভি, গান, সফটয়্যারের ডাউনলোড লিঙ্ক !!! | Techtunes Badongo

hosting icon 23 এখন খুব সহজেই আপনি পেতে পারেন কাঙ্খিত মুভি, গান, সফটয়্যারের ডাউনলোড লিঙ্ক !!! | Techtunes 4shared

hosting icon 24 এখন খুব সহজেই আপনি পেতে পারেন কাঙ্খিত মুভি, গান, সফটয়্যারের ডাউনলোড লিঙ্ক !!! | Techtunes Uploaded

hosting icon 10 এখন খুব সহজেই আপনি পেতে পারেন কাঙ্খিত মুভি, গান, সফটয়্যারের ডাউনলোড লিঙ্ক !!! | Techtunes Przeklej

hosting icon 9 এখন খুব সহজেই আপনি পেতে পারেন কাঙ্খিত মুভি, গান, সফটয়্যারের ডাউনলোড লিঙ্ক !!! | Techtunes Dump

তো আর দেরি কেন এখনি ডাউনলোড করুন আপনার কাঙ্খিত মুভি, গান, গেইমস্, সফটয়্যার আরো অনেক কিছু.. জাস্ট সার্চ করে লিঙ্ক গুলো নিয়ে.. ;)

ধন্যবাদ সবাইকে …… সেই শুভকামনায়

সোমবার, ২৫ জানুয়ারী, ২০১০

Google Adsense এর বিপ্লব শুরু হয়ে গেছে… Yahoo! Adsense এর কী হবে?

টিউন করেছেন : মামুন সৃজন | প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই, ২০০৯ | 486 বার দেখা হয়েছে |

এ কথা সত্য যে আমরা অনেকেই দীর্ঘদিন যাবত Google Adsense নিয়ে নাড়াচাড়া করে আসছি। আর যারা এখনও শুরু করিনি তারা শিঘ্রই শুরু করার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু Yahoo!-র ও যে Adsense আছে সে বিষয়ে আমরা কতটুকু জানি? বিষয়টা যারা জানেন টিউনটি তাদের পড়ার দরকার নেই। আমি নতুন কিছুই বলবো না। যারা জানেন না তাদের জন্যই এই টিউন।

আমরা যাকে Yahoo! Adsense বলছি এর প্রকৃত নাম Yahoo! Publisher Network. এটি গুগলের মত জনপ্রিয় হতে পারেনি কারন এর কিছু ব্যবহারিক জটিলতা আছে। সে বিষয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো।

Yahoo! Publisher Network-এ অংশগ্রহণ করতে আপনাকে তিনটি ধাপ অতিক্রম করতে হবে।

* রেজিস্ট্রেশন-এজন্য আপনাকে একটি ইয়াহু বিজনেস আইডি তৈরী করতে হবে এবং আপনার ও আপনার ওয়েবসাইট সম্পর্কে কিছু তথ্য Yahoo! কে জানাতে হবে।
* এ্যকটিভেশন-আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন করার পর আপনাকে ইয়াহু’র পক্ষ থেকে একটি ই-মেইলের মাধ্যমে আপনার এ্যাউন্টটি এ্যকটিভ করার জন্য অনুরোধ করা হবে। এখানে আপনার ট্যাক্স সম্পর্কিত তথ্য এবং পেমেন্ট টাইপ নির্বাচন করতে হবে।
* এ্যাড সেটআপ এন্ড প্লেসমেন্ট- আপনার একাউন্টটি একটিভ করার পর আপনিন Google Adsense এর মত এ্যাড সেটআপ এবং তা আপনার ওয়েবসাইট বা RSS Feed এ প্লেস করতে পারবেন।

প্রথম ধাপ- রেজিস্ট্রেশন
রেজিস্ট্রশনের জন্য আপনাকে এখানে যেতে হবে। (মনে রাখবেন Yahoo! Business ID কিন্তু সাধারণ Yahoo! ID থেকে আলাদা) আপনার রেজিস্ট্রশন ফরমটি যথাযথভাবে পূরণ করুন।

Registration

আপনাকে যা অবশ্যই পূরণ করতে হবে-

* আপনার ফার্স নেম ও লাস্ট নেম
* ই মেইল এ্যড্রেস
* চিঠি লেখার ঠিকানা (ZIP কোডসহ)
* ফোন নাম্বার
* ওয়েবসাইট URL
* ওয়েবসাইট ক্যাটাগরী
* সিকিউরিটি কোড

এর সাথে আপনি আপনার কোম্পানীর নাম ও ফ্যাক্স নাম্বার যোগ করতে পারেন তবে তা বাধ্যতামূলক নয়।

এবার আপনি Terms and Conditions পড়ে যদি সম্মত হন তবে “I Agree” তে ক্লিক করুন। আপনাকে ইয়াহু আইডি, পাসওয়ার্ড এবং ব্যক্তিগত তথ্যের কনফার্মেশন পেজ-এ নিয়ে যাওয়া হবে। এই পেজটি প্রিন্ট আউট করে রাখুন।

দ্বিতীয় ধাপ – একটিভেশন

আপনি সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর আপনকে Yahoo!-র পক্ষ থেকে একটি নিশ্চিতকরণ মেসেজ পাঠানো হবে। এখানে প্রদত্ত লিংক এক ক্লিক করলে আপনাকে লগইন পেজ-এ নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনি প্রথম ধাপে যে একাউন্টটি তৈরী করেছেন তাতে লগইন করুন।

login Google Adsense এর বিপ্লব শুরু হয়ে গেছে... Yahoo! Adsense এর কী হবে? | Techtunes

লগইন করার পর আপনাকে নিচের পেজের মত একটি পেজে নিয়ে আপনার ট্যাক্স সম্পর্কিত তথ্য জানতে চাওয়া হবে।

3 tax info Google Adsense এর বিপ্লব শুরু হয়ে গেছে... Yahoo! Adsense এর কী হবে? | Techtunes

চিহ্নিত বাটনটিতে ক্লিক করার পর আপনাকে নিচের মত একটি ফরম দেয়া হবে। ফরমটি নির্দেশনা অনুযায়ী পূরণ করুন।

উল্লেখ্য- আপনি দেখবেন ফরমটির কিছু অংশ আগের থেকেই পূরণ করা আছে সে তথ্য অনুসারে যা আপনি ইয়াহুকে আগে জানিয়েছিলেন।

4 tax details Google Adsense এর বিপ্লব শুরু হয়ে গেছে... Yahoo! Adsense এর কী হবে? | Techtunes

Signature-এর স্থানে আপনার পূর্ণ নাম লিখুন। উল্লেখ্য টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী এখানে আপনার নাম লেখা স্ট্যাম্প-এ স্বাক্ষর করার শামিল। তাই স্বাক্ষর করার আগে নিশ্চত হয়ে নিন আপনার প্রদত্ত তথ্যাবলী সঠিক। অন্যথায় আপনি ইয়াহুর কাছ থেকে কোন টাকা পাবেন না।

আপনা ট্যাক্স ইনফরমেশন প্রদান করার পর আপনাকে আপনার পেমেন্ট টাইপ নির্ধারণ করতে হবে।

5 payment info Google Adsense এর বিপ্লব শুরু হয়ে গেছে... Yahoo! Adsense এর কী হবে? | Techtunes

আপনি দুইভাবে আপনার পেমেন্ট নিতে পারেন

* ডাইরেক্ট ডিপোজিট
* চেক

আপনার পছন্দের অপশন সিলেক্ট করুন এবং

6 payment method Google Adsense এর বিপ্লব শুরু হয়ে গেছে... Yahoo! Adsense এর কী হবে? | Techtunes

আপনি সফলভাবে আপনার সমস্ত তথ্য প্রদান করার পর আপনার একাউন্টটি এ্যকটিভ হয়ে যাবে।

তৃতীয় ধাপ-ক্রিয়েট এন্ড প্লেস এ্যাডস্

এখান থেকে প্রয়োজন অনুযায়ী এ্যাড তৈরী করুন এবং আপনার ওয়েবসাইটে প্লেস করুন।

7 create ad Google Adsense এর বিপ্লব শুরু হয়ে গেছে... Yahoo! Adsense এর কী হবে? | Techtunes

বিস্তারিত দেখুন-http://publisher.yahoo.com/sell/ContentMatch.php?loc=USYPN0005

HTML কোড-Commnet যোগ করুন আপনার সাইটে

টিউন করেছেন : মামুন সৃজন | প্রকাশিত হয়েছে : ৫ অগাষ্ট, ২০০৯ | 457 বার দেখা হয়েছে |

কমেন্ট ফিল্ড একটি ওয়েবসাইটের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সচরাচর যে সমস্ত উপায়ে সাইটে/সাইটের বিশেষ কোন পেজে কমেন্ট ফিল্ড যোগ করে থাকি সেগুলো ছাড়াও অনলাইনে কিছু ফ্রি কমেন্ট টুলস্ পাওয়া যায়, তারই একটি হচ্ছে JS-Kit-Comments

এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার সাইটের যে কোন পেজ-এ এরকম একটি কমেন্ট ফিল্ড যোগ করতে পারেন।

Graphicsworldbd.webs.com

এর জন্য আপনি নিচের কোডটি আপনার সাইটের যে পেজটিতে কমেন্ট ফিল্ড দেখতে চান সেই পেজটিতে যোগ করুন

code HTML কোড Commnet যোগ করুন আপনার সাইটে | Techtunes

দেখুন আপনার সাইটে কমেন্ট ফিল্ড তৈরী হয়ে গেছে।

সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশানে মজিলার একটি জোসস্ এ্যাডঅন

টিউন করেছেন : টিনটিন | প্রকাশিত হয়েছে : ২২ অগাষ্ট, ২০০৯ | 340 বার দেখা হয়েছে |

গত কয়েকদিন আগে অফিসিয়ালি আমার সেমিস্টার শেষ হয়েছে। তাই এখন অনেক সময়। আবার ফিরে আসলাম টিউনার প্যানেলে এবং বরাবরের মতই মজিলা ফায়ারফক্সের এ্যাডঅন নিয়েই কাম ব্যাক করলাম। আশা করি কাম ব্যাক টিউন আপনাদের কাজে আসবে।

ইদানিং শাকিল ভাইয়ের এ্যাডসেন্স নিয়ে করা টিউনগুলোতে আগ্রহী অনেকেই আছে। তাই সবাই কম বেশি সাইট বানাচ্ছে। তবে এ্যাডসেন্স এর মূলমন্ত্র “সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশান” এ ব্যাপারে আমরা অনেকেই ভূলে যাই এবং SEO কে কাজে লাগাতে পারিনা। তবে এই অপটিমাইজেশানের ব্যপারটা আরো সহজ করার চেষ্টা করব আমার টিউনার বন্ধুদের কাছে।

প্রথমেই এই লিংকে থেকে মজিলার “SEO blogger” এ্যাডঅনটি ডাউনলোড করে নিন। এবার মজিলা ফায়ারক্সকে রিস্টার্ট করে নিন। আসুন এবার ধাপে ধাপে দেখে নেয়া যাক এই এ্যাডঅনের ব্যাবহার প্রনালী –
১ম ধাপ

step15 সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশানে মজিলার একটি জোসস্ এ্যাডঅন | Techtunes

মজিলার ফায়ারফক্স রিস্টার্ট করার সাথে সাথে নিচে ডানদিকের কোনায় ‘w’ আইকনটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনি এই টুলটিকে ব্রাউজারে ওপেন করে নিন।
২য় ধাপ

step2 সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশানে মজিলার একটি জোসস্ এ্যাডঅন | Techtunes

টুলের সার্চ বক্সে একটি “সিড ওয়ার্ড” প্রবেশ করিয়ে সার্চে হিট করুন। সিড ওয়ার্ড হচ্ছে আপনার পোষ্টের সাথে রিলেটেড একটি ওয়ার্ড যার উপর আপনি বেশি গুরুত্বারোপ করছেন। সার্চ হওয়ার পর পর আপনাকে অনেকগুলো কি ওয়ার্ড সাজেস্ট করা হবে।
৩য় ধাপ

step33 সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশানে মজিলার একটি জোসস্ এ্যাডঅন | Techtunes

এ্যাড বাটনে ক্লিক করে আপনার পছন্দের কি ওয়ার্ড গুলো বেছে নিন।
৪র্থ ধাপ

step4 সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশানে মজিলার একটি জোসস্ এ্যাডঅন | Techtunes

এরপর আপনার বেছে নেয়া কি ওয়ার্ডগুলো নিয়ে পোষ্ট লেখা শুরু করুন। লেখার সময় আপনাকে এই টুল বলে দেবে আপনি কোন কি ওয়ার্ড কতবার ব্যবহার করেছেন। আর আপনি ত জানেনই কিওয়ার্ডকে কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনার পোষ্টে বারবার আনতে হবে।

আশা করি টিউনটি আপনাদের কাজে আসবে। ধন্যবাদ

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (মাস্টার টিউন)

টিউন করেছেন : টিউন মাস্টার | প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর, ২০০৯ | 389 বার দেখা হয়েছে |

ইন্টারনেট এ যে সকল সেবা ফ্রী পাওয়া যায় তার মধ্যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সবচেয়ে গুরুত্তপূর্ন এবং প্রতিযোগীতামূলক সেবা। এক্ষেত্রে প্রত্যেক ওয়েবমাস্টার ই একে অন্যের প্রতিযোগী তাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে খুব ভাল তথ্য পাওয়া যায় না। আমি আজকে এ সম্পর্কে কিছু লেখার চেস্টা করব। এখানে আমি সুধুমাত্র গুগল নিয়ে লিখব কেননা আপনি গুগলে সাফল্য পেলে অন্য গুলুতেও পেয়ে যাবেন। এখন শুরু করা যাকঃ
গুগল সার্চ রেজাল্ট দেখানোর ক্ষেত্রে ২০০ এর বেশি ফেক্টর অনুশরন করে এর মধ্যে সুধু পেজ রেঙ্ক এর কথে গুগল খলাসা করে বলেছে আর বাকি গুলু বলেনি তারপরও আমি যেগুলু আবিষ্কার করতে পেরেছি সেগুলু নিয়ে লেখা যাকঃ

* ১। গুগল এ গিয়ে লিখুন “click here” এবার সার্চ দিন।
a সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (মাস্টার টিউন) | Techtunes

কি দেখলেন? Adobe সবার উপরে। কেন? Adobe এর ওয়েবসাইটে একবার ও ত লেখা নেই “click here” এটা কি করে কী ওয়ার্ড হল? এটা কিওয়ার্ড না তাহলে এটা কী? এটা হল anchor text.
Anchor text কী?
আমি এখানে আমার ওয়েবসাইট Itlinks.info কে Earn money online এর সাথে লিঙ্ক করে দিলাম। তাহলে এক্ষেত্রে Earn money online হল anchor text। হাজার হাজার ওয়েবসাইটে adobe reader কে লিঙ্ক দিয়েছে এই anchor text দিয়ে। কিন্তু একজনের পক্ষে কি সম্ভব এত anchor text তৈরি করা? আর গুগল সব লিঙ্ক কে গননা করে না। সুধুমাত্র যেগুলি কে গুগল গুরুত্তপুর্ন মনে করে সেগুলুই গননা করে। এখন কথা হল adobe কেন এত লিঙ্ক দিল? কারন adobe উপকারি একটি ওয়েবসাইট তাই anchor text তৈরি করার প্রতি মনযোগ না দিয়ে প্রয়জনীয় তথ্য বহুল ওয়েবসাইট তৈরি তে মনযোগ দিন।
* ২. আবার গূগলে যান, লিখুন “submit project and earn money” এবার কি দেখলেন?b সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (মাস্টার টিউন) | Techtunes
সবার উপরে আমার সাইট Itlinks.info যার বয়স মাত্র ৪৩ দিন, পেজ রেঙ্ক ০, ব্যাকলিঙ্ক মাত্র ২২ টি। আর ৩৯ দিন থেকেই প্রথমে দেখাচ্ছে।
* ৩। আবার গূগলে যান, লিখুন “earnmoneyonline” এবার কি দেখলেন?c সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (মাস্টার টিউন) | Techtunes

একি বেপার itlinks.info সবার উপরে। এবার আপনার সাইটিকে সবার উপরে আনতে চাইলে নিচের স্টেপ গুলু অনুসরন করুনঃ

* ১। যতটুকু সম্ভব সুন্দর ভাবে ডিজাইন করুন আপনার ওয়েবসাইট কে।
* ২। আপনার সাইট এ অন্য ভাল ভাল ওয়েবসাইট এর লিঙ্ক রাখুন কেননা গুগুল যে গুলুকে ভাল মনে করে আপনি যদি সেগুলুকে লিঙ্ক দেন তাহলে গুগল আপনার ওয়েব সাইটটিকে গুরুত্তপূর্ন মনে করবে। গুগল ভাববে আপনি আপনার ভিজিটর দের ভাল তথ্য দিচ্ছেন তাই আপনার সাইটটিও গুগল এ গুরুত্তপুর্ন হয়ে উঠবে।
* ৩। আপনার ওয়েবসাইটে কোন ডেড লিঙ্ক রাখবেন না। ডেড লিঙ্ক হল এমন সব সব লিঙ্ক যে লিঙ্ক থেকে কোন পেজ খুজে পাওয়া যায় না। ৪০৪ এরর দেখায়। অথবা অন্য কোন ওয়েব সাইটের লিঙ্ক যে ওয়েবসাইটটি এখন আর খুজে পাওয়া যায় না। আপনার ওয়েব সাইট এ কি কি ডেড লিঙ্ক আছে তা জানতে গুগল ওয়েবমাস্টার টুল ব্যবহার করুন।
* ৪। আর যদি আপনি এমন সব লিঙ্ক দেন যা গুগল গুরুত্তপুর্ন মনে করেনা তবে গুগুল আপনার ওয়েব সাইটটিকে অপ্রয়োজনীয় মনে করতে পারে। ফলে দেখা দিবে রেঙ্ক লিক।
* ৫. আপনার ওয়েব সাইটে কোন কপি পেস্ট আর্টিকেল রাখবেন না। কেননা সকল ওয়েবপেজই গুগল এ সেভ করা আছে সুতরাং আপনি কপি পেস্ট করলে গুগলকে কিছুতেই ফাকি দিতে পারবেন না ফলে আপনার ওয়েবসাইটটি কে স্পেম হিসেবে মার্ক করা হবে।
* ৬. গুগলের জন্য xml সাইটমেপ ব্যবহার করুন।
* ৭। যত দ্রুত সম্ভব ওয়েবসাইট আপডেট করুন কারন বেসিদিন আপডেট না করলে আপনার সাইটটি কে স্পেম করা হবে।
* ৮। সবচেয়ে গুরুত্তপুর্ন হল যা, কি ওয়ার্ড নির্বাচন। যে সব সব কী ওয়ার্ড এ প্রতিযোগিতা কম সে সব কী ওয়ার্ড দিয়ে ওয়েবসাইট বানান। অথবা এমন কী ওয়ার্ড ব্যবহার করুন যা যেকোন সময় সার্চেবল হতে পারে। যেমন ধরুন, “MAKE MONEY ONLINE” কী ওয়ার্ড দিয়ে অনেক সাইট আছে তাই এখানে সাফল্য পাওয়া কস্টসাধ্য। তাই আপনি চাইলে কিছুটা পরিবর্তন করে “How to make money online” এরকম কী ওয়ার্ড ব্যবহার করতে পারেন।
* ৯। সবথেকে বড় কথা হল ইউনিক কন্টেন্ট রাখুন অন্তত সপ্তাহে একবার আপনার সাইটটি আপডেট করুন।
প্রয়োজনীয় অন্যান্ন তথ্যের জন্য ভিজিট করতে পারেন www.itlinks.info

website এর জন্য একটি চমৎকার javascript slide show

টিউন করেছেন : salayhin | প্রকাশিত হয়েছে : ৯ অক্টোবর, ২০০৯ | 292 বার দেখা হয়েছে |

আপনার website এর জন্য একটি চমৎকার javascript slide show:

[শুধু মাএ image name গুলি পরিবতন করুন]

Here Is Code:

কয়েকটি ফিচার সমৃদ্ধ এবং ভরসা করার মত ফ্রি হোস্টিং সার্ভিস

টিউন করেছেন : টিনটিন | প্রকাশিত হয়েছে : ৯ নভেম্বর, ২০০৯ | 353 বার দেখা হয়েছে |

নতুন নতুন যারা সাইট বানাতে চায় তাদের অনেকেই এবং অনেক এক্সপার্টরাও এক্সপারিমেন্টের জন্যে বিভিন্ন ফ্রি হোস্টিং খুজে থাকেন। তবে দ্বিধা দন্দের কারণে ভালোটি হয়ত বেছে নেয়া হয়না। আসলেই সবারই চাই ফ্রি, ফিচার সমৃদ্ধ এবং হ্যান্ডি কিছু হোস্টিং সার্ভিস। সেগুলো খুজে বের করাটা একটু মুশকিলেরই বটে। তবে আজ টিউনার বন্ধুদের জন্যে সেরকমই কিছু ফ্রি হোস্টিং সার্ভিসকে তুলে ধরার চেস্টা করব –
ফরচুন সিটি
FortuneCity কয়েকটি ফিচার সমৃদ্ধ এবং ভরসা করার মত ফ্রি হোস্টিং সার্ভিস | Techtunes

* এক গিগা স্টোরেজ
* ওয়েব এবং এফটিপি এক্সেস
* ইজি ব্লগিং টুল ইন্টিগ্রেশান
* অনলাইন ফাইল ম্যানেজার
* আনলিমিটেড ব্যান্ডউইথ
* ফাস্ট এবং ভরসাযোগ্য সার্ভার

১১০ এমবি
110mb কয়েকটি ফিচার সমৃদ্ধ এবং ভরসা করার মত ফ্রি হোস্টিং সার্ভিস | Techtunes

* পার্সোনাল এবং বিজনেস ওয়েবসাইট সাপোর্ট
* নো এ্যাডস হোস্টিং এ্যাকাউন্ট
* পিএইচপি ৫ সাপোর্ট
* ডিটেইল সাইট ট্রাফিক ইনফরমেশান
* ৬০০+ ধরনের ফাইল এক্সটেনশান সাপোর্ট
* এক্সএমএল সাপোর্ট

জিমিক
Zymic কয়েকটি ফিচার সমৃদ্ধ এবং ভরসা করার মত ফ্রি হোস্টিং সার্ভিস | Techtunes

* পিএইচপি / মাইএসকিউএল সাপোর্ট
* ফ্রি ডোমেইন নেম এবং ফ্রি হোস্টিং
* ওভারলি জেনেরাস ডিস্ক এবং ট্রান্সফারেন্স
* পার্সোনাল এবং বিজনেস সাইটের জন্যে আইডিয়াল

ট্রাইপড
Tripod কয়েকটি ফিচার সমৃদ্ধ এবং ভরসা করার মত ফ্রি হোস্টিং সার্ভিস | Techtunes

* এটি একটি এন্ট্রি লেভেলের সার্ভিস এবং এর মাধ্যমে আপনি আপনার প্রথম সাইটের বিল্ডিং এর মজাটা আলদা ভাবেই নিতে পারবেন।
* ২০ এমবি ডিস্ক স্পেস
* ১ গিগা মাসিক ব্যান্ডউইথ
* পপুলার মাইক্রোসফট এডিটরের সাহায্যে পেজ বিল্ড এবং পাবলিশও করতে পারবেন।
* মাইক্রোসফট এডিটরে পাবেন ১০০০ এর ও বেশি ইমেজ এর সংযোজন

ব্রিন্ক স্টার
brinkster কয়েকটি ফিচার সমৃদ্ধ এবং ভরসা করার মত ফ্রি হোস্টিং সার্ভিস | Techtunes

এই সার্ভিস দাতাদের মতে, আপনি যদি আপনার সাইটে গুগলের ফ্রি এ্যাডের কারণে বিরক্ত হয়ে থাকেন, তাহলে এরাই আপনাকে চেজ্ঞ এনে দিতে পারবে। আপনি হোম মেকার অথবা বিজনেস ম্যান যে ই হোন না কেন ….. স্মুথলি সাইটের বিল্ড এবং হোস্টিং করতে এদের সহযোগীতা নিয়ে দেখতে পারেন।

এইচ টি এম এল ওয়েব কালার কোড

টিউন করেছেন : markbiplob | প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর, ২০০৯ | 127 বার দেখা হয়েছে |

আমরা যারা ইন্টারনটে কাজ করে থাকি বা গুগল কিংবা অন্য কোন অ্যাডসেন্স বাবহার করে থাকি । আমাদের প্রতি নিয়ত এইচ টি এম এল ওয়েব কালার কোডের প্রয়োজন হয়। তাই আজ আমি আমার প্রথম পোষ্ট HTML কালার কোড সমম্ধে লিখলাম । কোড গুলো দেখতে (এখানে ক্লিক করুন।html color

ধন্যবাদ

তৈরী করুন খুবই অল্প সময়ে এবং বিনামুল্যে নিজের সাইট/ব্লগ

টিউন করেছেন : ইপন | প্রকাশিত হয়েছে : ৬ ডিসেম্বর, ২০০৯ | 358 বার দেখা হয়েছে |

আজ আমি অনেকের মত টিউন করার সাহস করলাম যদি কোন ভূল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে সকলের ক্ষমাপ্রার্থী। আজ আমি কিভাবে বিনামূল্যে খুবই অল্প সময়ে সাইট/ব্লগ তৈরী করা যায় তাই শেয়ার করব। আশা করি সকলের ভালো লাগবে,যদি এই টিউনটি কেউ পূর্বে করে থাকেন দয়া করে খারাপ মন্তব্য না করার জন্য বিনীত অনুরোধ রইল।সাইট/ ব্লগ তৈরী করতে প্রথমেhttp://www.piczo.com/?cr=3গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।তারপর উপরে CREATএ ক্লিক করে CREAT BLOG/CREAT SITE এ গিয়ে তৈরী করুন আপনার নিজেরমত নতুন সাইট/ব্লগ। সকল সুবিধা এইসাইট হতে পাবেন। উদাহরণস্বরুপ আমারhttp://hotepon4evers.piczo.com/?cr=3 সাইটটি দেখতে পারেন। বিঃদ্রঃ-(এই সাইট হতে চাইলে এক বা একাধিক সাইট তৈরী করা যায়) আমি নিজেও তিনটি সাইট তৈরী করেছি। গুছিয়ে লিখতে না পারার জন্য আবারও ক্ষমাপ্রার্থী।ধন্যবাদ

আপনার ওয়েব সাইট ভিজিটরের নাড়ি নক্ষত্র দেখে নিন

টিউন করেছেন : কামরুল হাসিব | প্রকাশিত হয়েছে : ৭ ডিসেম্বর, ২০০৯ | 443 বার দেখা হয়েছে |

আপনার ওয়েব সাইটে; কখন, কোন স্হান থেকে, কে(ব্যবহারকারীর IP Address), কতবার ভিজিট করছে বা করেছে, নিমেষেই তা জানুন । ( যাকে খাস বাংলায় বলে গুষ্টিসুদ্ধা )

এর জন্য আপনাকে (—–এখানে—-) একাউন্ট করতে হবে ।

যেখানে আপনাকে,

* আপনার নাম
* ই-মেইল আইডি
* আপনার ওয়েব অ্যড্রেস
* টাইম জোন

ইত্যাদি তথ্য দিতে হবে ।

এর পর কোড জেনারেটিং এর পালা:

এই ওয়েব সাইটে কয়েক ধরনের কোড পাওয়া যায়

* ভিজিটর ট্রেসিং
* ভিজিটর কাউন্টার

ইত্যদি (ওয়েব সাইট এ ভিজিটর ট্রেসিং কোড বসানো-ই ভাল, এতে ট্রেসিং ও কাউন্টিং দুই-ই হয়)

কোড জেনারেট করতে;

* লিষ্ট হতে পছন্দসই একটি ট্রেসিং ইমেজ নির্বাচন করুন
* ওয়েব সাইট এর যুতসই কোড (যেমন; ব্লগার, জাভাস্ক্রিপ্ট, HTML ইত্যদি র প্রত্যেকটির জন্য আলাদা আলাদা কোড) নির্বাচন করুন

ওয়েব সাইট এ কোড টা বসানো ঠিক হলে, সেই ইমেজটা দেখতে পাবেন

এবার লগ ইন করলেই পবেন সবকিছু

যদি না পান তাহলে বলি,

* My Projects এ পাবেন

myproject1 আপনার ওয়েব সাইট ভিজিটরের নাড়ি নক্ষত্র দেখে নিন | Techtunes

* Online অথবা Today এর সংখ্যাতে ক্লিক করলে পাবেন, ভিজিটর এর 3D চার্ট

3dgraph আপনার ওয়েব সাইট ভিজিটরের নাড়ি নক্ষত্র দেখে নিন | Techtunes

* Visitor List এ ক্লিক করলে পাবেন, ডিটেইল Visitor List

vlist আপনার ওয়েব সাইট ভিজিটরের নাড়ি নক্ষত্র দেখে নিন | Techtunes

* এই বারে আসল মজা: আইপি অ্যাড্রেসে ক্লিক করে দেখুন………নাড়ি নক্ষত্র সব বের হয়ে যাবে

tmap আপনার ওয়েব সাইট ভিজিটরের নাড়ি নক্ষত্র দেখে নিন | Techtunes
এটা মনে হয় আমার আর বুঝাতে হবে না
এটা আমার ২য় পোষ্ট ……………… না বুঝলে বলবেন
————- সবাই কমেন্ট কইরেন প্লিজ —————–

স্ক্র্যাচ CD/DVD থেকে ডাটা রিকভারি টুল

টিউন করেছেন : টিনটিন | প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই, ২০০৮ | 1,217 বার দেখা হয়েছে |

আমরা অনেকেই সাশ্রয়ী উপায়ে ডাটা স্টোরিং এর জন্য প্রাইমারী চয়েজ হিসেবে সিডি অথবা ডিভিডি বার্নিং করে ডাটা স্টোর করে থাকি। এতে কোন সমস্যা তৈরী হওয়ার কথা তো ছিল না, কিন্তু আমাদের চারপাশে সমস্যার তো আর কোন অভাব নাই তাই আপনার সাধের সিডি/ডিভিডি টি তে একটা স্ক্র্যাচ পরে ই যেতে পারে। আপনি হারাতে পারেন আপনার গুরুত্বপূর্ন কিছু ডাটা অথবা চিন্তা করেন, সেটা যদি আপনার বিয়ের ভিডিও চিত্রই হয়ে থাকে। তাহলে তো কেল্লাফতে। মনের মধ্যে আফসোস এর ঝড় আর বউর ঝড়ের কথা না ই বা বললাম।

আরেকটা কথা বলে রাখা দরকার যে আপনারা অনেকেই হয়ত মনে করছেন যে ফিজিক্যাল ড্যামেজড অংশ হয়ত রিকভার করা যাবে। এটা আসলে ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে এই সমস্ত ছোটখাট ড্যামেজের কারনে পুরো ডিস্কটাই আনরিডেবল হয়ে যেতে পারে। তার মানে এই না যে আপনার পুরো ডিস্ক ই নষ্ট। আপনার সেই ডিস্কে অনেক ডাটা ই রিডেবল থাকতে পারে যা ফিজিক্যাল ড্যামেজের করনে করাপ্টেড হয়ে আছে। সেই সমস্ত ডাটা গুলোকে রিকভার করতেই এই টুল।

আপনারা অনেকেই হয়ত স্ক্র্যাচ পরা সিডি/ডিভিডি থেকে ডাটা রিকভারিং এর কিছু আজব আজব পন্থার কথা জানেন। যেমন : টুথপেষ্ট ঘষা, কলার ছিলকা ঘষা, মোমবাত্তি, আরো কত হাবিজাবি। যা আমার কাছে খুবই বিরক্তিকর বলে মনে হয়েছে। আমার কাছে যে দুইটা টুল সব চেয়ে বেশি ভালো লাগে তা আপনাদের কাছে তুলে ধরব -

১. রোডকিল আনস্টপেবল কপিয়ার :

1 স্ক্র্যাচ CD/DVD থেকে ডাটা রিকভারি টুল | Techtunes

খুবই ছোট একটি টুল এবং এর কাজটা ও খুবই সিম্পল। এটি আপনার যে কোন ধরনের ড্যামেজড ডিস্ক থেকে ডাটা রিকভার করতে পারে। এটি আপনার স্ক্র্যাচ পরা অংশের কারনে এরর হওয়া ডাটা এবং যে সকল ডাটাগুলো এখনও রিডেবল সেই সবগুলো কে একসাথে নিয়ে রিবিল্ড করে ফেলে। আর আপনি যদি ড্যামাজেড অংশ গুলোকে না চান তাহলে আপনাকে সেই অংশ স্কিপ করার অপশন ও দিবে এই টুল টি। আরো থাকছে রিকভারি প্রসেস এ পজ এবং রিজিউমিং অপশন। তবে ব্যাপার হচ্ছে যে এটি শুধু উইন্ডোজ প্ল্যাটফর্মের টুল।

21 স্ক্র্যাচ CD/DVD থেকে ডাটা রিকভারি টুল | Techtunes

ডাউনলোড রোডকিল

২. সিডি রিকভারি টুলবক্স :

4 স্ক্র্যাচ CD/DVD থেকে ডাটা রিকভারি টুল | Techtunes

এটি আরো উন্নতমানের একটি টুল। এটি সিডি এবং ডিভিডি ছাড়াও এইচডি ডিভিডি,ব্লু রে ডিস্ক থেকেও ডাটা রিকভার করতে পারে। এটি ও ফিজিক্যাল ড্যামেজ এবং অন্য রকমের এরর রিডিং থেকে ও ডাটা রিকভার করতে পারে।

3 স্ক্র্যাচ CD/DVD থেকে ডাটা রিকভারি টুল | Techtunes

আপনারা এটি ডাউনলোড ডট কম থেকে ও ডাউনলোড করে নিতে পারবেন।

ধন্যবাদ

Website- এর সৌন্দর্য বৃদ্ধি করে ফেভিকন বা FavIcon, তৈরি করা খুবই সোজা!!!

টিউন করেছেন : পান্থ বিহোস | প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর, ২০০৯ | 243 বার দেখা হয়েছে |

একটি website যখন আমরা open করি, ব্রাউজারের বামপাশে, উপরে কোণায় একটি আইকন দেখতে পাই। এটিকেই বলে ফেভিকন বা FavIcon.

favicon Website এর সৌন্দর্য বৃদ্ধি করে ফেভিকন বা FavIcon, তৈরি করা খুবই সোজা!!! | Techtunes
আপনি হয়তো একটি Website বানিয়েছেন খুব সুন্দর করে। চিন্তা করে দেখুন, সাথে যদি এই Icon-টিও থাকে তাহলে আপনার websiteটি একটি Professional রূপ ধারণ করে।

Favicon or Fav Icon তৈরি করা খুবই Easy। Only তিনটি ধাপে এই কাজ সম্পন্ন করা যায়।

* ক. আপনার Icon বা Logo নির্ধারণ করা
* খ. লোগোটি Convert করে ফেভিকনে রূপান্তর করা এবং
* গ. আপনার Website -এ ফেভিকনটি Upload করে সাথে ছোট্ট একটি Code Save রাখা।

ধাপ- ০১

Favicon হিসেবে আপনি যা রাখতে চান তা ঠিক করুন। লেখা কিংবা image উভয়ই ফেভিকন হতে পারে। লেখা হলে এটিকে ইমেজে রুপান্তর করে jpeg মোডে save করুন।
ধাপ- ০২

এখানে ক্লিক করে Website টিতে চলুন। এখান থেকে Logo টি Convert করতে হবে।
Browse করে আপনার Computer থেকে লগোটি Select করুন তারপর Generate FavIcon.ico বাটনে Click করুন। অল্প কয়েক মুহূর্তের মধ্যেই Favicon তৈরি হয়ে যাবে।
Fav Icon Website এর সৌন্দর্য বৃদ্ধি করে ফেভিকন বা FavIcon, তৈরি করা খুবই সোজা!!! | Techtunes

ফেভিকন তৈরি হয়ে গেলে একটি zip ফাইলের মধ্যে একটি .gif, .jpg এবং একটি Read Me ফাইল থাকবে। জিপ file টি Download করে নিন। ব্যাস, এই পর্বের কাজ শেষ।
ধাপ- ০৩

zip ফাইলটি unzip করুন। এবার আপনি সিদ্ধান্ত নিন আপনি Animated ফেভিকন use করবেন নাকি Normal Favicon ব্যবহার করবেন। ধরে নিলাম আপনি এনিমেটেড ফেভিকন ব্যবহার করবেন। তাহলে FTP দিয়ে এনিমেটেড ফেভিকনটি আপনার ওয়েবসাইটের Root Directory-তে upload করে দিন।

তারপর আপনার সাইটের Admin প্যানেলে ঢুকে Dashboard > Appearance > Editor – এ Click করুন। header.php ফাইলটি open করুন। ঐ ফাইলটির < / head > -এর আগে যেকোনো জায়গায় নিচের কোডটুকু লিখে দিন।

< link rel="icon" type="image/gif" href="animated_favicon1.gif" />

আর যদি Normal ফেভিকন use করতে চান তাহলে নিচের কোডটুকু লিখবেন।

< link rel="shortcut icon" href="favicon.ico" />

লেখাটির মূল কপি দেখতে এখানে ক্লিক করুন

২৪ ঘন্টায় পি এইচ পি শিখুন।

টিউন করেছেন : মাইক্রোকাতার | প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর, ২০০৮ | 1,437 বার দেখা হয়েছে |

পি .এইচ. পি দিযে কি করে এটা আর বলার প্রয়োজন নেই। নেটে খুজতে খুজতে পেয়ে গেলাম পি এইচ পি এর উপর একটা ই-বুক। ৪৭৮ পৃষ্টার এই ই-বুক নবীস থেকে এক্সপার্ট সকলেরই কাজে আসবে বলে আমার বিশ্বাস।

php in 24hours ২৪ ঘন্টায় পি এইচ পি শিখুন। | Techtunes

samsteachyourselfphp4inrt1 ২৪ ঘন্টায় পি এইচ পি শিখুন। | Techtunes

ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন

আর শর্টকার্ট নয় সঠিক নিয়মে সবাই মিলে শিখি ওয়েব ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং (HTML-2)

টিউন করেছেন : ashim | প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর, ২০০৯ | 278 বার দেখা হয়েছে |

আর শর্টকার্ট নয় সঠিক নিয়মে সবাই মিলে শিখি ওয়েব ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং (HTML-1) এর মাধ্যমে আমরা HTML সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করেছি। এখন আমরা HTML ব্যবহার করে কিভাবে একটা ওয়েব পেজের ব্যকগ্রাউন্ড কালার দিতে হয় সেই বিষয়টি দেখব।

আমাদের প্রয়োজনীয় Code এবং এর বিভিন্ন অংশ:

আমরা একটা নোটপ্যাড open করে নিচের code টুকু লিখি।


Code:





This is the title of your web site.





This is the body of your web site.







এখন file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করি । save করা index.html ফাইলটি Internet explorer দিয়ে open করলে নিচের মত দেখাবে।



2.a আর শর্টকার্ট নয় সঠিক নিয়মে সবাই মিলে শিখি ওয়েব ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং (HTML 2) | Techtunes
C0de বিশ্লেষণ:

,,,<body> ট্যাগ গুলির সাথে আমরা এখন পরিচিত। আমরা যদি একটি ওয়েব পেজে HTML ব্যবহার করে ব্যকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে আমাদেরকে <body> ট্যাগের মধ্যে body লেখার পর একটা স্পেস দিয়ে bgcolor=” “ লেখতে হবে এখন আমরা “ ” এর মধ্যে BLACK, SILVER, GRAY, WHITE, MAROON, RED, PURPLE, FUSCHSIA, GREEN, LIME, OLIVE, YELLOW, NAVY, BLUE, TEAL এবং AQUA এই ষেলটি রং এর যে কোন একটি লিখলে আমরা আমাদের তৈরিকৃত পেজের ব্যকগ্রাউন্ডে সেই কালারটি দেখতে পাব। যেহেতু case sensitive নয় তাই ছোট হতের অক্ষরে লিখলেও হবে, যেমন আমি লিখেছি <br /> <br /><body bgcolor=”green“> । <br /> <br /> <br /> <br />এছাড়া আমরা hexadecimal code ব্যবহার করেও ব্যাকগ্রাউন্ড কালার নির্বাচন করে দিতে পারি, যেমন আমরা উপরের কোডটি নিচের মত লেখতে পারি <br /> <br /><body bgcolor=”#00FF00“> । <br /> <br /> <br /> <br /> আমরা PHOTOSHOP এর color piker থেকে সহজেই আমরা বিভিন্ন কালারের জন্য hexadecimal code সংগ্রহ করতে পারি। এছাড়া নিচের চার্ট থেকেও আমরা এ কাজটি করতে পারি। যা হোক আমাদেরকে hexadecimal code এর শুরুতে একটা # চিহ্ন দিয়ে শুরু করতে হবে। <br /> <br />2.b আর শর্টকার্ট নয় সঠিক নিয়মে সবাই মিলে শিখি ওয়েব ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং (HTML 2) | Techtunes <br /> <br />এখানেই শেষ নয় ব্যকগ্রাউন্ড কালার দেওয়ার আরও একটা মজার পদ্ধতি আছে। আমরা জানি লাল, সবুজ আর নীল এই তিনটি রং হল মৌলিক রং আর অন্য সব রং হচ্ছে এই তিনটি রং এর সংমিশ্রনে তৈরি। তাই আমরা যদি coding করে এই তিনটি রংকে মিশিয়ে নতুন রং তৈরি করতে পারি ও ব্যবহার করতে পারি তবে তা মন্দ হয় না। তাহলে আমরা সবুজ ব্যকগ্রাউন্ডের জন্য নিচের মত করে লিখতে পারি <br /> <br /><body bgcolor=”rgb(0,255,0)“> । <br /> <br />এখানে rgb অর্থ হল red green blue আর (0,255,0) এর অর্থ হল রংটিতে যথাক্রমে লাল, সবুজ, নীল রং এর পরিমান যথাক্রমে 0%, 100%, 0% কারন আমরা বিশুদ্ধ সবুজ রং নিয়েছি। আর যে কোন রং এর মান 0-255 পর্যন্ত হতে পারে। যেহেতু g বা green এর মান 255 তাই তা 100%। তিনটি রং এর মান 0-255 এর মধ্যে পরিবর্তন করে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী নতুন নতুন রং তৈরি করতে পারি । <br /> <br />শেষে দুটি কথা: ছোট একটা ব্যপার লিখতে গিয়ে অনেক বড় করে ফেললাম । অমিও বুঝতে পারিনি যে এত বড় হবে । লেখতে লেখতে অনেক কিছু মাথায় চলে এল তাই শেয়ার করলাম। এক ঘেয়েমি লাগলে ক্ষমা করবেন । কিন্তু যা লেখলাম ভবিষ্যতে coding করতে গিয়ে আমাকেও বারবার এই লেখাটিতে ফিরে দেখতে হবে। আর আমাদের শুধুমাত্র ব্যকগ্রাউন্ডের জন্য নয় Text formating এর জন্যও রং এর code নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তো রঙে রঙে রাঙিয়ে তুলুন আপনার ওয়েব পেজ। সবাই ভাল থাকবেন। <div style='clear: both;'></div> </div> <div class='post-footer'> <div class='post-footer-line post-footer-line-1'> <span class='post-author vcard'> এর দ্বারা পোস্ট করা <span class='fn' itemprop='author' itemscope='itemscope' itemtype='http://schema.org/Person'> <meta content='https://www.blogger.com/profile/10413353797771666802' itemprop='url'/> <a class='g-profile' href='https://www.blogger.com/profile/10413353797771666802' rel='author' title='author profile'> <span itemprop='name'>jukpresent</span> </a> </span> </span> <span class='post-timestamp'> এই সময়ে <meta content='http://bdwebdevelopment.blogspot.com/2010/01/html-2.html' itemprop='url'/> <a class='timestamp-link' href='http://bdwebdevelopment.blogspot.com/2010/01/html-2.html' rel='bookmark' title='permanent link'><abbr class='published' itemprop='datePublished' title='2010-01-25T14:07:00-08:00'>২:০৭ PM</abbr></a> </span> <span class='post-comment-link'> <a class='comment-link' href='http://bdwebdevelopment.blogspot.com/2010/01/html-2.html#comment-form' onclick=''> কোন মন্তব্য নেই: </a> </span> <span class='post-icons'> <span class='item-control blog-admin pid-1858640178'> <a href='https://www.blogger.com/post-edit.g?blogID=4825252245546390019&postID=8877736896548250755&from=pencil' title='পোস্ট সম্পাদনা করুন'> <img alt='' class='icon-action' height='18' src='https://resources.blogblog.com/img/icon18_edit_allbkg.gif' width='18'/> </a> </span> </span> <div class='post-share-buttons goog-inline-block'> </div> </div> <div class='post-footer-line post-footer-line-2'> <span class='post-labels'> </span> </div> <div class='post-footer-line post-footer-line-3'> <span class='post-location'> </span> </div> </div> </div> </div> <div class='post-outer'> <div class='post hentry uncustomized-post-template' itemprop='blogPost' itemscope='itemscope' itemtype='http://schema.org/BlogPosting'> <meta content='http://s.techtunes.com.bd/tDrive/tuner/ashim/16993/12.png' itemprop='image_url'/> <meta content='4825252245546390019' itemprop='blogId'/> <meta content='4285660722534442472' itemprop='postId'/> <a name='4285660722534442472'></a> <h3 class='post-title entry-title' itemprop='name'> <a href='http://bdwebdevelopment.blogspot.com/2010/01/html-1.html'>আর শর্টকার্ট নয় সঠিক নিয়মে সবাই মিলে শিখি ওয়েব ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং (HTML-1)</a> </h3> <div class='post-header'> <div class='post-header-line-1'></div> </div> <div class='post-body entry-content' id='post-body-4285660722534442472' itemprop='description articleBody'> <p class="byline"> টিউন করেছেন : <a href="http://techtunes.com.bd/tuner/ashim/" title="পোস্ট করেছেন ashim">ashim</a> | প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর, ২০০৯ | 445 বার দেখা হয়েছে | </p> <p style="text-align: justify;">আমরা অনেক টিউটোরিয়াল দেখেছি যেখানে মাত্র ১০ মিনিট বা ৩০ মিনিট বা ১ ঘন্টায় একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করার পদ্ধতি দেখানো হয়। কিন্তু এটা একটা ওযেবসাইট তৈরির কোন সঠিক পদ্ধতি নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এভাবে তৈরি করা ওয়েবসাইট থেকে সব রকম সুযোগ সুবিধা পাওয়াও সম্ভব নয়। তাই আমরা যদি একটি আকর্ষনীয় পূর্ণাঙ্গ ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে চাই তবে আমাদের ওয়েব ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং শেখার কোন বিকল্প নেই। HTML,CSS,JAVA SCRIPT,PHP,My SQL , FLASH এর ACTION SCRIPT ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুযেজ ব্যবহার করেই মূলত বর্তমানযুগের আকর্য়নীয় ডাইনামিক ওয়েবসাইট সমূহ তৈরি করা হয় আর এসব ওয়েবসাইটের নজরকাড়া ডিজাইন করা হয় PHOTOSHOP, FIREWORKS, FLASH ব্যবহার করে । আমরা HTML থেকে শুরু করে পর্যায়ক্রমিকভাবে সকল প্রোগ্রামিং ল্যঙ্গুযেজ সমূহ শেখার মাধ্যমে একজন দক্ষ ওয়েব প্রোগ্রমার ও ডিজাইনার হতে পারব। আজ আমরা HTML দিয়ে শুরু করি।</p> <h2><span style="color: rgb(153, 51, 102);">যা যা লাগবে</span></h2> <p style="text-align: justify;"><span style="color: rgb(0, 0, 0);">html ব্যবহার করে code লেখার জন্য আমাদের নতুন কোন সফটওয়্যারের প্রয়োজন নেই , আমরা আমাদের অতি পরিচিত নোটপ্যাড ব্যবহার করেই html এর code লিখতে পারি। এভাবে লেখা কোড আমরা .html এক্সটেনশন যেমন index.html দ্বারা Save করে যেকোন ব্রাওজার যেমন Internet explorer, Mozila , Google chrome, Opera দ্বারা দেখতে পারি।</span></p> <p style="text-align: justify;"><span style="color: rgb(0, 0, 0);"> </span></p> <h2><span style="color: rgb(153, 51, 102);">আমাদের প্রথম Code এবং এর বিভিন্ন অংশ</span></h2> <p><span style="color: rgb(0, 0, 0);">আমরা একটা নোটপ্যাড open করে নিচের code টুকু লিখি।</span></p> <p><span style="color: rgb(0, 0, 0);"> </span></p> <h3><span style="color: rgb(0, 0, 0);"><span style="color: rgb(153, 51, 102);">Code:</span></span></h3> <p><span style="color: rgb(0, 0, 0);"><span style="color: rgb(153, 51, 102);"><strong><span style="color: rgb(51, 51, 153);"></span></strong></span></span></p> <p><span style="color: rgb(0, 0, 0);"><span style="color: rgb(153, 51, 102);"><strong><span style="color: rgb(51, 51, 153);"><span style="color: rgb(255, 102, 0);"><span style="color: rgb(0, 128, 0);"></span></span></span></strong></span></span></p> <p><span style="color: rgb(0, 0, 0);"><span style="color: rgb(153, 51, 102);"><span style="color: rgb(51, 51, 153);"><strong> </strong><span><span style="color: rgb(255, 102, 0);"><span style="color: rgb(255, 153, 0);"><strong><title> </strong><span style="color: rgb(0, 0, 0);"><a href="http://www.techtunes.com.bd/" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/tunes/http://www.techtunes.com.bd');">www.techtunes.com.bd</a></span><strong>

This is my first web page. I am learning now HTML.

এখন file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করি । save করা index.html ফাইলটি Internet explorer দিয়ে open করলে নিচের মত দেখাবে।

12 আর শর্টকার্ট নয় সঠিক নিয়মে সবাই মিলে শিখি ওয়েব ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং (HTML 1) | Techtunes

Code এবং এর বিভিন্ন অংশ বিশ্লেষণ

আমরা code এর মধ্যে <> এবং এই দুইটা চিহ্ন এবং এর মধ্যে কিছু Word যেমন html, head, title, body দেখেছি । এসব Word কে Keyword বলে। আসলে <> বা চিহ্ন এবং এর মাঝে লেখা একটি Keyword কে বলে ট্যাগ যেমন অর্থ head ট্যাগ। HTML এ দুই ধরনের ট্যাগ রয়েছে , <> চিহ্ন ও keyword নিযে গঠিত ট্যাগকে শুরু ট্যাগ এবং চিহ্ন ও keyword নিযে গঠিত ট্যাগকে শেষ ট্যাগ বলে যেমন অর্থ title শুরু ট্যাগ অর্থ title শেষ ট্যাগ।

বা html ট্যাগ

HTML এ code লিখতে হলে সমস্ত code কে এর মাঝে লেখতে হয়।

বা head ট্যাগ

এর ভেতরে ট্যাগ লেখা হয় যার মাধ্যমে ওয়েবসাইটের title বা শিরোনাম প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এই code এ title হিসেবে www.techtunes.com.bd লেখা হয়েছে যা ব্রাওজারের title bar এ দেখা যাচ্ছে। এছাড়া css এর stylesheet কে head ট্যাগের মধ্যেই call করা হয়।

বা body ট্যাগ

বা body ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। একটি ওয়েব সাইটের মূল Content সমূহ Body ট্যাগের মধ্যে অবস্থান করে । ট্যগের মাঝেই বিভিন্ন Text , Image, Table ইত্যাদি ফরমেটিং এর জন্য বিভিন্ন ট্যাগ সমূহ লেখা হয়, যে বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে পরবর্তীতে জানব। এই code এ আমরা ট্যগের মধ্যে This is my first web page. I am learning now HTML. লিখেছি যা ব্রাওজারের মূল অংশে প্রদর্শিত হচ্ছে।

ফ্রীলেন্সিং শেখার ৮ টি বই (সম্পুন্ন ফ্রী)। Delete হওয়ার আগেই Download করেন…. {জাকারিয়া উজ্জ্বল}

বাংলাদেশের সবার মধ্যেই Freelancing মাধ্যমে টাকা উপার্জন করার ইচ্ছা আছে, কিন্তু আমাদের দেশে এই রকম জানার বিশাল কোনো জায়গা নাই। মনে হই জাকারিয়া ভাই এর ব্লগটি ই একমাত্র বাংলাদেশ এর নতুনদের Freelancing করার জন্য অনুপ্রানিত করে। যাই হোক অনলাইনে আপনি ফ্রীলেন্সিং শেখার জন্য অনেক বই পাবেন, কিন্তু সবসময় ফ্রী তে পাওয়া যাই না। তাই এখানে আপনাদের জন্য অনক খুজতে খুজতে বের করলাম ফ্রীলেন্সিং শেখার ৮ টি বই. আশা করি কাজে লাগবে অনকের ই…..

The Principles of Successful Freelancing

ThePrinciplesofSuccessfulFreelancing ফ্রীলেন্সিং শেখার ৮ টি বই (সম্পুন্ন ফ্রী)। Delete হওয়ার আগেই Download করেন.... | Techtunes

http://rapidshare.com/files/327327997/The_Principles_of_Successful_Freelancing.rar

The Unlimited Freelancer

TheUnlimitedFreelancer ফ্রীলেন্সিং শেখার ৮ টি বই (সম্পুন্ন ফ্রী)। Delete হওয়ার আগেই Download করেন.... | Techtunes

http://rapidshare.com/files/327329922/The_Unlimited_Freelancer.rar

A Guide To Making Passive Income

notbythehour 1 ফ্রীলেন্সিং শেখার ৮ টি বই (সম্পুন্ন ফ্রী)। Delete হওয়ার আগেই Download করেন.... | Techtunes

http://rapidshare.com/files/327316736/A_Guide_To_Making_Passive_Income.rar

Rockstar WordPress Designer

RockstarWordPressDesigner ফ্রীলেন্সিং শেখার ৮ টি বই (সম্পুন্ন ফ্রী)। Delete হওয়ার আগেই Download করেন.... | Techtunes

http://rapidshare.com/files/327325289/Rockstar_WordPress_Designer.rar

আজ এই ৪ টি দিলাম, হাতে বেশি সময় নাই। কাল আবার ৪ টি দিব কাজে লাগলে জানাইয়েন।

ডমেইন এবং ওয়েব হোস্টিং নেবেন কি কি ফিচার দেখে? {রিয়া}

ফ্রি ডমেইন, ফ্রি হোস্টিং এইসব অনেক আলোচনা হয়েছে। কিন্তু যারা ডমেইন এবং হোস্টিং কিনে ব্যবহার করতে চান, তারা কি কি ফিচার দেখে কিনবেন? আমি আজকে যা লিখতে চলেছি, সেইসব সাধারনত কোনো ওয়েবসাইটে লেখা পাবেন না। একান্তই ব্যবহারিক অভিজ্ঞতার ভিত্তিতে এই লেখা লিখতে চলেছি, এবং, এর সবটাই আমার নিজস্ব অভিজ্ঞতা নাহলেও অনেক কাছে থেকে দেখা অন্যান্যদের সুবিধা ও অসুবিধা দেখেই এই লেখা। ফ্রি জিনিসের প্রতি মায়া তেমন হবেনা যেমনটা হবে নিজের কষ্টের টাকা দিয়ে কেনা জিনিসের প্রতি। তাই, প্রতিটি টাকার মূল্য যাতে সঠিকভাবে আপনি পান, তা আপনি নিশ্চয় চাইবেন? বিনামূল্যের জিনিস, তার ফিচার পছন্দ নাহলেই তা বদলে ফেলা যাবে, ছেড়ে দেওয়া যাবে, কিন্তু একবার টাকা দিয়ে কেনা মানে সাধারনত সেটা এক বছরের জন্য, মাঝে ছেড়ে দেওয়ার অর্থ নিজের টাকা অপচয় হওয়া।

প্রথমেই আসি ডমেইনের কথায়। ইন্টারনেটে অনেক নামীদামী ডমেইন বিক্রেতা আছেন, তাদের কাছে থেকে ক্রেডিট কার্ড দিয়ে কিনবেন? নাকি আপনার স্থানীয় বিক্রেতার কাছে থেকে ক্যাশ টাকা দিয়ে কিনবেন? তফাৎ কি? তফাৎ অবশ্যই আছে! ডমেইন সিকিউরিটির ক্ষেত্রে এটা কাজে দেবে অনেক। ধরুন আপনার জনপ্রিয় ডমেইন হ্যাক করে নিলো কেউ এবং সেটা ট্র্যান্সফার করে নিল তার একাউন্টে, সেই ডমেইন ফেরত পেতে অনেক ঝামেলা হতে পারে যদি সেই ডমেইন ক্রেডিট কার্ড দিয়ে নিজে কিনে থাকেন। প্রথমেই ডমেইন রেজিস্ট্রারের সাথে যোগাযোগ করা, তাকে সম্পূর্ণ ব্যাপারটা ইমেইলে জানানো, এর পরে ফোনে সরাসরি কথা বলতে হতে পারে – ISD বিলের কথা মাথায় রাখবেন। এর পরে নিজের আইডেন্টিটি প্রমাণের ব্যাপার আছে। ক্রেডিট কার্ড নিজের নামে নাহয়ে পরিবারের কারো নামে কিম্বা বন্ধুবান্ধবের নামে হলেই কেলেঙ্কারি, তাদেরকে নিয়ে টানাটানি, তারা ভেইফাই না করলে ডমেইন ফেরত পাবেন না।

এইসব ঝামেলা থেকে মুক্ত থাকতে হলে স্থানীয় বিক্রেতার কাছে থেকেই কেনা ভালো। তারাও হয়তো তাদের ক্রেডিট কার্ড দিয়েই কেনে, আপনি যেখান থেকে কিনবেন তারাও হয়তো সেখান থেকেই কেনে, কিন্তু তার পরেও তারা হচ্ছে রিসেলার এজেন্ট, কোম্পানীর সাথে আপনার চেয়ে তাদের আরও কাছের যোগাযোগ, ব্যবসায়িক সম্পর্কের ভিত্তিতে তারা অনেক সহজেই আপনার ডমেইন আপনাকে ফেরত এনে দিতে পারবে। যেহেতু স্থানীয়, তাই তারা আপনাকে চিনবে, আইডেন্টিটি প্রমাণের প্রশ্ন আসবেনা। তাই, আমি বলবো যে ডমেইন স্থানীয় বিক্রেতার কাছে থেকেই কেনা ভালো।

এবারে আসছি হোস্টিংয়ের কথায়। স্থানীয় বিক্রেতার কাছে হোস্টিং কেনা অনেক ব্যয়সাধ্য ব্যাপার। তাই, হোস্টিং কিনতে পারেন ক্রেডিট কার্ড দিয়ে, পেপাল দিয়ে ইত্যাদি। কিন্তু কি কি ফিচার আপনার প্রয়োজন? তালিকায় অনেক কিছুই লেখা থাকে, সব কি আপনার দরকার? তালিকায় লেখা প্রচুর ফিচার দেখে মুগ্ধ হয়ে গিয়ে হোস্টিং না কেনাই ভালো। আবার এও ঠিক যে তালিকায় লেখা অনেক ফিচার আপনার অসুবিধার সৃষ্টি করতে পারে ভবিষ্যতে। আসুন জেনে নিই?

আপনি কি একটি ব্যাক্তিগত ওয়েবসাইট বানাতে চান? সেক্ষেত্রে তথাকথিত ‘আনলিমিটেড’ হোস্টিং আপনারএকেবারেই প্রয়োজন নেই। কম টাকায় পেয়ে গেলেও তাতে কিই বা হোস্টিং করবেন যাতে ‘আনলিমিটেড’ স্পেস লাগতে পারে? কারন আপনি প্রচুর পরিমানে অডিও/ভিডিও আপলোড করতে পারবেন না। সার্ভারে MP3 রেখে দেওয়া যেতে পারে, কিন্তু সেইসব ডাউনলোডের জন্য উন্মুক্ত করে দেওয়া কিন্তু বেআইনি। কপিরাইটের ঝামেলা আছে। আপনি গানবাজনার সাথে যুক্ত হলে আপনার নিজস্ব মিউজিক ফাইলগুলি রাখার ক্ষেত্রেও আগে জিজ্ঞেস করে নেবেন, অনেক হোস্টিং বিক্রেতা তাদের terms & conditions’এ লিখেই দেন যে বহু পরিমানে মিডিয়া ফাইল লোড করে রাখা যাবেনা। ব্যাক্তিগত কিছু ভিডিও নিশ্চয় রাখতে পারেন, তাও কতোখানি, সেটা জিজ্ঞেস করে নেবেন সাপোর্টে ইমেইল করে।

আপনি কি বানিজ্যিক ওয়েবসাইট কিম্বা ফোরাম কিম্বা গ্রুপ ব্লগিং ওয়েবসাইট বানাতে চান? এক্ষেত্রেও আমি বলবো যে আনলিমিটেড হোস্টিংয়ের প্রয়োজন নেই। Bandwidth সেখানে বেশি জরুরী জিনিস। আমি কয়েকদিন আগে একটি হোস্টিং কোম্পানীর ওয়েবসাইটে দেখছিলাম তারা লিখেছে “storing unusual quantity of media files is not allowed”, এই ‘unusual quantity’ তাহলে কতোখানি? আরেকটি হোস্টিং কোম্পানীর ওয়েবসাইটে পড়লাম যে “MySQL database Unlimited (200MB)” – অবস্থা বুঝতে পারছেন? একদিকে লেখা আনলিমিটেড, কিন্তু ব্র্যাকেটে লেখা ২০০ মেগাবাইট। সাপোর্টে ইমেইল করে জানলাম যে এখানে Unlimited মানে অগনিত সংখ্যায় ডেটাবেস বানাতে পারলেও এক একটির সাইজ যেন 200MB পার না করে! সুতরাং এইসব জেনে নেবেন। ফোরাম কিম্বা গ্রুপ ব্লগিং ওয়েবসাইটে ডেটাবেস সাইজ কিন্তু বাড়বে। আবার Bandwidth বিষয়টিও মাথায় রাখবেন। অনেক কোম্পানীই লেখে আনলিমিটেড। কিন্তু এখানে লেখার মধ্যে সামান্য কারিগরির ব্যাপার আছে।

ঢাকার এক গ্রাহক এই অসুবিধার মধ্যে পড়েছিলো। জটিল এক সমস্যা। তার bandwidth unlimited, কিন্তু নামী এক ওয়েবসাইট তার সাথে লিঙ্ক করার সঙ্গে সঙ্গে তার ওয়েবসাইটে প্রতি মিনিটে প্রায় ১০,০০০ করে পাঠক আসছিল। পাঁচ মিনিটের মধ্যেই আমি দেখলাম ৬০,০০০ ভিজিটার ছাড়িয়েছে! ব্যাস, এর পরে মাত্র ১০ মিনিটের মধ্যে তার হোস্টিং একাউন্ট সাসপেন্ড হল। কেন? কোম্পানী জানালো যে এতো সংখ্যায় ভিজিটার আসলে সেক্ষেত্রে যেন বিজনেস হোস্টিং নেওয়া হয়, নয়তো ডেডিকেটেড সার্ভার নেওয়া হয়। যে ওয়েবসাইট তার সাথে লিঙ্ক করেছিল তাদের ভিজিটার দিনে প্রায় ১০ লাখের উপরে (ইউনিক + রিটার্নিং মিলিয়ে), একটি পথ দুর্ঘটনার কিছু ছবি, তারা নিজেরা সেইসব ভয়ঙ্কর ছবি প্রকাশ করতে চায়না বলে এই ওয়েবসাইটে লিঙ্ক করে দিয়েছিল, তাই পাঠকরা সেইসব ছবি দেখতেই ভীড় করেছিলো।

ভাবতে পারছেন? একদিন সারাদিন যদি এইভাবে পাঠক আসতো, তাহলে তার পেজ র‌্যাঙ্ক কোথায় গিয়ে দাঁড়ায়? আর গুগল এডসেন্সে কতো আয় হতে পারতো? কিন্তু সে এই লাভ তুলতেই পারলোনা তার হোস্টিং কোম্পানীর কারনে, নাম জানতে চান সেই হোস্টিং কোম্পানীর? Namecheap.com! বিনা নোটিসেই হোস্টিং সাসপেন্ড করে দিলো তারা। সুতরাং এই অবস্থায় যেন না পড়েন, তাই কেনার আগেই সাপোর্টে এইসব প্রয়োজনীয় কথা বলে নেবেন। ফোরাম কিম্বা গ্রুপ ব্লগিং ওয়েবসাইট বানান, কিম্বা ব্যাক্তিগত, আপনি তো জানেন না কালকে কোনো জনপ্রিয় ওয়েবসাইট আপনার সাথে লিঙ্ক করবে কিনা? আপনি তো জানেন না লিঙ্ক নাহলেও এমনিতেই কতো ইউজার আসতে পারে? জেনে নেবেন প্রতি মিনিটে কতো ভিজিটার হোস্টিং কোম্পানী মেনে নেবেন। Shared hosting অবশ্যই সীমা আছে, এর পরে বেশি দাম দিয়ে VPS/VDS কিম্বা Dedicated server কিনতে হতে পারে।

কেন Shared hosting’এ কিছু সীমা বেঁধে দেওয়া আছে? তার কারন শুধু আপনার একলার ওয়েবসাইট তাতে চলেনা, আরও অন্য অনেক গ্রাহকের ওয়েবসাইট চলে সেখানে। তাই কারো যেন অসুবিধা নাহয়, সার্ভার যেন ধীরগতির নাহয়ে যায়, সার্ভার যেন ডাউন না যায় এইসব নিশ্চিত করার লক্ষ্যেই নানারকমের বিধিনিষেধ আরোপ করা থাকে। সার্ভারে যদি এমন কোনো স্ক্রিপ্ট চালাতে চান যেটা অনেক মেমোরি কনজিউম করবে, সেক্ষেত্রেও কিন্তু বিধিনিষেধ আছে।

VPS/VDS কিনলেও যে খুব সুবিধা পেয়ে যাবেন তা নাও হতে পারে। সেটা নির্ভর করবে সেই সার্ভারের RAM, Processor (Single or Dual or Quad processor) ইত্যাদি অনেক কিছুর উপরে। ভারী ধরনের ওয়েবসাইট বানাতে হলে বুঝেশুনে ভালো কনফিগারেশানের ডেডিকেটেড সার্ভার নিতে হবে। সেই সার্ভারের ইন্টারনেট গেটওয়ে কেমন, কোন নেটওয়ার্কের সাথে যুক্ত, সার্ভারের ডেটাসেন্টার কোন দেশে, তার পিং স্পিড কতো, আপটাইম কেমন সেইসব জেনে নেওয়াও জরুরী। একজন দায়িত্ববান ওয়েবমাস্টার হতে গেলে এইসব জানা নিতান্তই জরুরী।

সাত পাঁচ না ভেবেই শুরু করে দিলে পরে আপনার সব হোস্টিং ফাইল অন্য হোস্টে সরানোর ঝামেলা পোহাতে হতে পারে। তাই আগে থেকেই সাবধানে এবং বুঝেশুনে শুরু করা ভালো। এতে নিজের টাকার সঠিক মূল্য পাবেন, দায়িত্ববান ওয়েবমাস্টার হয়ে উঠতে পারবেন, সার্চ ইঞ্জিনেও র‌্যাঙ্ক ধরে রাখতে সক্ষম হবেন।

Web Site Design and Web Applications Development এর Course

আমরা যারা professional web developer হতে চাই তাদের জন্য সবচেয়ে সহজ উপায় হল web developing এর উপর কনো course join করা।পেপার এ প্রতিদিন অনেক প্রতিস্টান এর add দিলেও এদের অধিকাংসরি মান বেশ খারাপ। তবে buet এবং computer council এর course গুলো ভাল বলে শুনেছি।নিচে এদের schedule দিলাম।

Computer Council:

Untitled Web Site Design and Web Applications Development এর Course | Techtunes

BUET:

web developing এর উপর আর কোথায় course করান হয় ? যদি ভাল মানের course এর খোজ জানেন তো জানাবেন দয়াকরে।

একের ভিতর ছয় মুডের রেডিও !!!!!

আপনার মন কি খারাপ ? নাকি খুব Rocking মুডে আছেন ? নাকি রোমান্টিক মুডে আছেন ? আপনি যে মুডেই থাকুন, সব মুডের জন্যই আপনাকে সঙ্গ দেবার জন্য আছে আমাদের ২৪/৭ রেডিও। বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, রক, ফোক ইত্যাদি গানের কালেকশান নিয়ে আমাদের এই রেডিও।

২৪/৭ রেডিও শুনার জন্য আর দেরি না করে ভিজিট করুন আর প্রবেশ করুন গানের রাজ্যে।

জাভাস্ক্রিপ্ট কি ? এর কাজ কী ?

জাভাস্ক্রিপ্ট শব্দ টি শুনলেই বোঝা যাই এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ । এটা একদম সোজা ভাষা । এটা শেখার আগে আপনাকে HTML শিখতে হবে । একটা কথা বলতে কি , HTML আপনাকে আগে শিখতেই হবে । তারপর যত কিছু আছে ।

JAVASCRIPT কি ?

  • এটা মূলত একটা স্ক্রিপ্টিং ভাষা ।
  • এটা HTML এর সাথে কাজ করে । বলা যাই , এটা প্রায় HTML এর মতই ।
  • এটা একদম ফ্রি ।
  • এটা যে কেউ ব্যবহার করতে পারে ।
  • জাভা আর জাভাস্ক্রিপ্ট কি এক ?

  • জাভাস্ক্রিপ্ট ও জাভা আলাদা ।
  • জাভা তৈরি করেছে সান মাইক্রোসিস্টেম ।
  • বলা যাই জাভা একটি সফটওয়ার মেকার প্রতিষ্ঠান । এরা C ও C++ এই দুটি তৈরি করেছে ।

    আমরা কেন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব ?

  • জাভাস্ক্রিপ্ট যারা তৈরি করে ইংরেজিতে অথর তারা প্রোগ্রামার । কিন্তু HTML যারা তৈরি করেছে তারা প্রোগ্রামার না ।
  • জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি ডাইনামিক সাইট ও ডিজাইন করতে পারেন ।
  • দেখাগেল আপনার সাইটে HTML এ কোন সমস্যা , জাভাস্ক্রিপ্ট নিজেই সমাধান করতে পারে । কিছু কিছু ক্ষেত্রে ।
  • কিছু কিছু ডেটা আছে যাদের validate করতে হয় । সেগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে হয় ।
  • বিভিন্ন সাইটে এটা কুকীজ হিসাবে ব্যবহারিত হয় । আমরা বিভিন্ন সময়ে দেখি যে লগিন করার সময় লেখা থাকে রিমেম্বার মি , এটা করা হয়ে থাকে এটা দিয়ে ।
  • এর জন্ম হয়েছে কোথা থেকে ?

  • ECMAScript এর আসল নাম ।
  • ECMA organization এর জন্ম দাতা
  • আশা করি এটা থেকে কিছু জানতে পারবেন । ধন্যবাদ সবাইকে ।

    http://shantodatta.wordpress.com/2010/01/24/জা

    আমিও GooGle এর চাইতে শক্তিশালী Search Engine বানাইলাম!!!

    কিছুদিন আগে মিতানুর এর ছেলে গুগলের চেয়ে শক্তিশালী সার্চ ইঞ্জিন বানাইছিলো, এইবার বানাইলো তানিয়া আহম্মেদ এর ছেলে। আসেন সবাই মিলে GooGle এর চাইতে শক্তিশালী Search Engine বানাই।

    fasiksearch আমিও GooGle এর চাইতে শক্তিশালী Search Engine বানাইলাম!!! | Techtunes

    সবার আগে এই লিংকে ঘুরে আসুন। দেখুন আমি Google এর চাইতে কত শক্তিশালী Search Engine বানাইলাম। ইহা বানানোর জন্য প্রথমে http://www.shinysearch.com/ এই লিংকে যান। Click Your Style থেকে যে কোন একটি Style Select করুন এবং Search Engine এর নাম লিখুন। Create Custom Homepage-এ Click করুন। ব্যাস আপনার কাজ শেষ, এবার আপনিও হয়ে গেলেন Google এর চাইতে শক্তিশালী Search Engine-এর মালিক।

    সাথে Bonus হিসেবে যেভাবে hotfile থেকে Parallel Download করবেন।

    hotp আমিও GooGle এর চাইতে শক্তিশালী Search Engine বানাইলাম!!! | Techtunes

    আসুন দেখি কিভাবে hotfile থেকে Parallel Download করা যায়। এর জন্য যে কোন Download Manager-এর দরকার হবে। (eg. IDM, FDM etc). আমি fdm ব্যবহার করেছি। hotfile এর লিংকটি open করুন। Regular Download এ Click করুন। আপনাকে ৩০ সেকেন্ড অপেক্ষা করতে হবে। অনেক সময় Security Check পাশ করতে হতে পারে। ছবির মত আশা পর্যন্ত অপেক্ষা করুন। একই ভাবে আলাদা Tab Open করে Hotfile এর লিংক Open করে Click Here To Download আসা পর্যন্ত অপেক্ষা করুন। এখন Click Here To Download এর উপরে Mouse এর Right Button Click করে Download With Free Download Manager-এ Clickকরুন। এভাবে আপনি একসাথে যে কয়টি চান Download দিতে পারবেন। তবে মাঝে মাঝে Parallel Download হয়না।

    সবাই ভাল থাকবেন। সবার জন্য শুভ কামনা।

    এবার Change করুন আপনার ভয়েজ!! চ্যাট হবে ভয়েজকে চেঞ্জ করে!!!

    আজ আমি আপনাদেরকে একটি মজার সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব। এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা আপনার ভয়েজকে পরিবর্তন করতে পারবেন। সয়টওয়্যারটির নাম AV Voice Changer..। যেমন ধরুন আপনি আপনা কন্ঠকে ছেলে বা মেয়ে বা বিভিন্ন প্রাণীর মত করতে পারেন।কারো সাথে Voice Chat করতে গেলে আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনার কন্ঠকে পরিবর্তন করতে পারেন।

    সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে

    av voice changer main এবার Change করুন আপনার ভয়েজ!! চ্যাট হবে ভয়েজকে চেঞ্জ করে!!! | Techtunes

    ডাউনলোড শেষ হলে AV Voice Changer Software Diamond Edition.exe এবং

    Diamond.SkinVCSDBlue.exe দুইটাই সেটআপ করে নিবেন।

    সফটওয়্যারটি ইন্সটল করার পর বামপাশের Nickvoice এর বাটনটিতে ক্লীক করে যেকোন একটি স্টাইল সিলেক্ট করুন। যেমনঃ Girl 1। এবার কথা বলে দেখুন মজা। হা হা হা হা হা

    এই সফটওয়্যারটিতে Built in Player আছে। যার সাহায্যে আপনি যেকোন গান প্লে করতে পারেন। এতে রেকর্ডেরও অপশন আছে। এর প্লেয়ারে কোন গান প্লে করা হলে গানটিও আপনার সিলেক্টকৃত কন্ঠে গেয়ে উঠবে।

    আমি টেকটিউনস্ কর্তৃপক্ষকে অনুরোধ করবো ” টেকটিউনস্ এ কোন কিছু একবার সার্চ করা হলে পরবর্তীতে পুনরায় সার্চ করতে গেলে আবার প্রথম পাতাতে যেতে হয়। একবার সার্চ করার পর যদি সার্চের অপশনটি থাকে তবে টিউনারদের সুবিধা হবে বলে আমার মনে হয়।”

    ফ্রি মুভি, গেমস্, গান, ইবুক, ওয়ালপেপার, সফটওয়্যারসহ আরো অনেক কিছু ডাউনলোড করুন এখান থেকে

    আপনাদের সবাইকে ধন্যবাদ।।