সোমবার, ২৫ জানুয়ারী, ২০১০

আপনার ওয়েব সাইট ভিজিটরের নাড়ি নক্ষত্র দেখে নিন

টিউন করেছেন : কামরুল হাসিব | প্রকাশিত হয়েছে : ৭ ডিসেম্বর, ২০০৯ | 443 বার দেখা হয়েছে |

আপনার ওয়েব সাইটে; কখন, কোন স্হান থেকে, কে(ব্যবহারকারীর IP Address), কতবার ভিজিট করছে বা করেছে, নিমেষেই তা জানুন । ( যাকে খাস বাংলায় বলে গুষ্টিসুদ্ধা )

এর জন্য আপনাকে (—–এখানে—-) একাউন্ট করতে হবে ।

যেখানে আপনাকে,

* আপনার নাম
* ই-মেইল আইডি
* আপনার ওয়েব অ্যড্রেস
* টাইম জোন

ইত্যাদি তথ্য দিতে হবে ।

এর পর কোড জেনারেটিং এর পালা:

এই ওয়েব সাইটে কয়েক ধরনের কোড পাওয়া যায়

* ভিজিটর ট্রেসিং
* ভিজিটর কাউন্টার

ইত্যদি (ওয়েব সাইট এ ভিজিটর ট্রেসিং কোড বসানো-ই ভাল, এতে ট্রেসিং ও কাউন্টিং দুই-ই হয়)

কোড জেনারেট করতে;

* লিষ্ট হতে পছন্দসই একটি ট্রেসিং ইমেজ নির্বাচন করুন
* ওয়েব সাইট এর যুতসই কোড (যেমন; ব্লগার, জাভাস্ক্রিপ্ট, HTML ইত্যদি র প্রত্যেকটির জন্য আলাদা আলাদা কোড) নির্বাচন করুন

ওয়েব সাইট এ কোড টা বসানো ঠিক হলে, সেই ইমেজটা দেখতে পাবেন

এবার লগ ইন করলেই পবেন সবকিছু

যদি না পান তাহলে বলি,

* My Projects এ পাবেন

myproject1 আপনার ওয়েব সাইট ভিজিটরের নাড়ি নক্ষত্র দেখে নিন | Techtunes

* Online অথবা Today এর সংখ্যাতে ক্লিক করলে পাবেন, ভিজিটর এর 3D চার্ট

3dgraph আপনার ওয়েব সাইট ভিজিটরের নাড়ি নক্ষত্র দেখে নিন | Techtunes

* Visitor List এ ক্লিক করলে পাবেন, ডিটেইল Visitor List

vlist আপনার ওয়েব সাইট ভিজিটরের নাড়ি নক্ষত্র দেখে নিন | Techtunes

* এই বারে আসল মজা: আইপি অ্যাড্রেসে ক্লিক করে দেখুন………নাড়ি নক্ষত্র সব বের হয়ে যাবে

tmap আপনার ওয়েব সাইট ভিজিটরের নাড়ি নক্ষত্র দেখে নিন | Techtunes
এটা মনে হয় আমার আর বুঝাতে হবে না
এটা আমার ২য় পোষ্ট ……………… না বুঝলে বলবেন
————- সবাই কমেন্ট কইরেন প্লিজ —————–

1 টি মন্তব্য: