সোমবার, ২৫ জানুয়ারী, ২০১০

কয়েকটি ফিচার সমৃদ্ধ এবং ভরসা করার মত ফ্রি হোস্টিং সার্ভিস

টিউন করেছেন : টিনটিন | প্রকাশিত হয়েছে : ৯ নভেম্বর, ২০০৯ | 353 বার দেখা হয়েছে |

নতুন নতুন যারা সাইট বানাতে চায় তাদের অনেকেই এবং অনেক এক্সপার্টরাও এক্সপারিমেন্টের জন্যে বিভিন্ন ফ্রি হোস্টিং খুজে থাকেন। তবে দ্বিধা দন্দের কারণে ভালোটি হয়ত বেছে নেয়া হয়না। আসলেই সবারই চাই ফ্রি, ফিচার সমৃদ্ধ এবং হ্যান্ডি কিছু হোস্টিং সার্ভিস। সেগুলো খুজে বের করাটা একটু মুশকিলেরই বটে। তবে আজ টিউনার বন্ধুদের জন্যে সেরকমই কিছু ফ্রি হোস্টিং সার্ভিসকে তুলে ধরার চেস্টা করব –
ফরচুন সিটি
FortuneCity কয়েকটি ফিচার সমৃদ্ধ এবং ভরসা করার মত ফ্রি হোস্টিং সার্ভিস | Techtunes

* এক গিগা স্টোরেজ
* ওয়েব এবং এফটিপি এক্সেস
* ইজি ব্লগিং টুল ইন্টিগ্রেশান
* অনলাইন ফাইল ম্যানেজার
* আনলিমিটেড ব্যান্ডউইথ
* ফাস্ট এবং ভরসাযোগ্য সার্ভার

১১০ এমবি
110mb কয়েকটি ফিচার সমৃদ্ধ এবং ভরসা করার মত ফ্রি হোস্টিং সার্ভিস | Techtunes

* পার্সোনাল এবং বিজনেস ওয়েবসাইট সাপোর্ট
* নো এ্যাডস হোস্টিং এ্যাকাউন্ট
* পিএইচপি ৫ সাপোর্ট
* ডিটেইল সাইট ট্রাফিক ইনফরমেশান
* ৬০০+ ধরনের ফাইল এক্সটেনশান সাপোর্ট
* এক্সএমএল সাপোর্ট

জিমিক
Zymic কয়েকটি ফিচার সমৃদ্ধ এবং ভরসা করার মত ফ্রি হোস্টিং সার্ভিস | Techtunes

* পিএইচপি / মাইএসকিউএল সাপোর্ট
* ফ্রি ডোমেইন নেম এবং ফ্রি হোস্টিং
* ওভারলি জেনেরাস ডিস্ক এবং ট্রান্সফারেন্স
* পার্সোনাল এবং বিজনেস সাইটের জন্যে আইডিয়াল

ট্রাইপড
Tripod কয়েকটি ফিচার সমৃদ্ধ এবং ভরসা করার মত ফ্রি হোস্টিং সার্ভিস | Techtunes

* এটি একটি এন্ট্রি লেভেলের সার্ভিস এবং এর মাধ্যমে আপনি আপনার প্রথম সাইটের বিল্ডিং এর মজাটা আলদা ভাবেই নিতে পারবেন।
* ২০ এমবি ডিস্ক স্পেস
* ১ গিগা মাসিক ব্যান্ডউইথ
* পপুলার মাইক্রোসফট এডিটরের সাহায্যে পেজ বিল্ড এবং পাবলিশও করতে পারবেন।
* মাইক্রোসফট এডিটরে পাবেন ১০০০ এর ও বেশি ইমেজ এর সংযোজন

ব্রিন্ক স্টার
brinkster কয়েকটি ফিচার সমৃদ্ধ এবং ভরসা করার মত ফ্রি হোস্টিং সার্ভিস | Techtunes

এই সার্ভিস দাতাদের মতে, আপনি যদি আপনার সাইটে গুগলের ফ্রি এ্যাডের কারণে বিরক্ত হয়ে থাকেন, তাহলে এরাই আপনাকে চেজ্ঞ এনে দিতে পারবে। আপনি হোম মেকার অথবা বিজনেস ম্যান যে ই হোন না কেন ….. স্মুথলি সাইটের বিল্ড এবং হোস্টিং করতে এদের সহযোগীতা নিয়ে দেখতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন