সোমবার, ২৫ জানুয়ারী, ২০১০

জাভাস্ক্রিপ্ট কি ? এর কাজ কী ?

জাভাস্ক্রিপ্ট শব্দ টি শুনলেই বোঝা যাই এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ । এটা একদম সোজা ভাষা । এটা শেখার আগে আপনাকে HTML শিখতে হবে । একটা কথা বলতে কি , HTML আপনাকে আগে শিখতেই হবে । তারপর যত কিছু আছে ।

JAVASCRIPT কি ?

  • এটা মূলত একটা স্ক্রিপ্টিং ভাষা ।
  • এটা HTML এর সাথে কাজ করে । বলা যাই , এটা প্রায় HTML এর মতই ।
  • এটা একদম ফ্রি ।
  • এটা যে কেউ ব্যবহার করতে পারে ।
  • জাভা আর জাভাস্ক্রিপ্ট কি এক ?

  • জাভাস্ক্রিপ্ট ও জাভা আলাদা ।
  • জাভা তৈরি করেছে সান মাইক্রোসিস্টেম ।
  • বলা যাই জাভা একটি সফটওয়ার মেকার প্রতিষ্ঠান । এরা C ও C++ এই দুটি তৈরি করেছে ।

    আমরা কেন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব ?

  • জাভাস্ক্রিপ্ট যারা তৈরি করে ইংরেজিতে অথর তারা প্রোগ্রামার । কিন্তু HTML যারা তৈরি করেছে তারা প্রোগ্রামার না ।
  • জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি ডাইনামিক সাইট ও ডিজাইন করতে পারেন ।
  • দেখাগেল আপনার সাইটে HTML এ কোন সমস্যা , জাভাস্ক্রিপ্ট নিজেই সমাধান করতে পারে । কিছু কিছু ক্ষেত্রে ।
  • কিছু কিছু ডেটা আছে যাদের validate করতে হয় । সেগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে হয় ।
  • বিভিন্ন সাইটে এটা কুকীজ হিসাবে ব্যবহারিত হয় । আমরা বিভিন্ন সময়ে দেখি যে লগিন করার সময় লেখা থাকে রিমেম্বার মি , এটা করা হয়ে থাকে এটা দিয়ে ।
  • এর জন্ম হয়েছে কোথা থেকে ?

  • ECMAScript এর আসল নাম ।
  • ECMA organization এর জন্ম দাতা
  • আশা করি এটা থেকে কিছু জানতে পারবেন । ধন্যবাদ সবাইকে ।

    http://shantodatta.wordpress.com/2010/01/24/জা

    1 টি মন্তব্য: